ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

ফুটবল

‘সিআর সেভেন’ জাদুঘরের ছবি প্রকাশ করলেন রোনালদো

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪২ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০২৩
‘সিআর সেভেন’ জাদুঘরের ছবি প্রকাশ করলেন রোনালদো

ইউরোপের পাঠ চুকিয়ে ক্রিস্টিয়ানো রোনালদো যখন আল-নাসরে পাড়ি জমালেন। তখন থেকে সৌদি আরবে তার জনপ্রিয়তা উঠে তুঙ্গে।

এরই ধারাবাহিকতায় সেখানে তৈরি করা হয়েছে রোনালদোর বিভিন্ন স্মৃতিসম্বলিত জাদুঘর ‘সিআরসেভেন সিগনেচার মিউজিয়াম’।

নিজের স্মৃতি দিয়ে করা এই জাদুঘর দেখতে গত রোববার তিনি ভ্রমণ করেন। এরপর সেখানে বেশকিছু সময় কাটান পর্তুগিজ এই তারকা। ভক্ত-সমর্থকদের সঙ্গে খেলেছেন ফুটবল। করেছেন চিরপরিচিত ‘সিউ’ উদ্‌যাপন। এসব মুহূর্তগুলো নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে পোস্ট করেছেন তিনি।  

মিউজিয়ামের অফিসিয়াল একাউন্টের সঙ্গে নিজের একাউন্ট যুক্ত করে ক্যাপশনে লিখেছেন, ‘এই হলো আমার গল্প। মাদেইরা থেকে সৌদি আরব। আমার সিআর সেভেন সিগনেচার মিউজিয়াম এখন রিয়াদেও চালু হয়েছে। ’

আল-নাসরের হয়ে চলতি মৌসুমে ১৮ ম্যাচ খেলে রোনালদো করেছেন ১৮ গোল ও ৯ গোলে অ্যাসিস্ট করেছেন, যার মধ্যে সৌদি প্রো লিগে ১৫ গোল করে এবারের মৌসুমের সর্বোচ্চ গোলদাতা এখন পর্যন্ত তিনি। আর সৌদি ক্লাবটির হয়ে সব মিলিয়ে ৩৭ ম্যাচে তিনি করেছেন ৩২ গোল এবং ১১ অ্যাসিস্ট।

বাংলাদেশ সময়: ১৫৪২ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০২৩
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।