ঢাকা, শুক্রবার, ২৫ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

ফুটবল

সেনাবাহিনীকে হারিয়ে সেমিতে বসুন্ধরা কিংস

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১২ ঘণ্টা, ডিসেম্বর ৫, ২০২৩
সেনাবাহিনীকে হারিয়ে সেমিতে বসুন্ধরা কিংস

ঢাকা আবাহনী সেমিফাইনাল নিশ্চিত করেছিল আগেই। এবার তাদের প্রতিপক্ষ হিসেবে জায়গা করে নিল বসুন্ধরা কিংস।

তাই স্বাধীনতা কাপের সেমিতেই দেখা মিলছে ঘরোয়া ফুটবলের সবচেয়ে হাইভোল্টেজ লড়াইয়ের। আজ শেষ কোয়ার্টার ফাইনালে বাংলাদেশ সেনাবাহিনীকে ২-১ গোলে হারিয়ে শেষ চার নিশ্চিত করে বর্তমান চ্যাম্পিয়নরা।

ঘরের মাঠে প্রথমার্ধের পুরোটা সময় আধিপত্য দেখায় বসুন্ধরা কিংস। তবে গোলের তালা ভাঙে ম্যাচের ৩৩ মিনিটে। কিংস অ্যারেনায় মিগেল দামাসেনার কর্নার থেকে হেডে গোলটি করেন ববুরবেক ইউলদাশেব। এগিয়ে থাকা বিরতিতে যাওয়ার পর দ্বিতীয়ার্ধে ধাক্কা খায় স্বাগতিকরা।  

৬১ মিনিটে আসরর গফুরভের ব্যাকপাস নিয়ন্ত্রণে নিতে পারেননি কিংস গোলরক্ষক মেহেদী হাসান শ্রাবণ। সেই ভুলের সুযোগ নিয়ে রঞ্জুর পাস থেকে সেনাবাহিনীকে সমতায় ফেরান ইমন। নিজেদের মাঠে কখনো হারের স্বাদ পায়নি কিংস। আজও সেই অভিজ্ঞতা হয়নি। ৭৭ মিনিটে সাদ উদ্দিনের পাস থেকে জয়সূচক গোলটি এনে দেন দরিয়েলতন। এরপর বাকিটা সময় নির্বিঘ্নেই কাটিয়ে দেয় স্বাগতিকরা।

আগামী ১৫ নভেম্বর দ্বিতীয় সেমিফাইনালে আবাহনীর মুখোমুখি হবে অস্কার ব্রুজনের দল। এদিকে আজ অপর কোয়ার্টার ফাইনালে চট্টগ্রাম আবাহনীকে ১-০ গোলে হারিয়ে সেমিতে উঠেছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। নির্ধারিত সময়ে গোলশূন্য থাকার পর অতিরিক্ত সময়ে মোজাফফরভের গোলে জয়ের দেখা পায় তারা। শেষ চারে তাদের প্রতিপক্ষ রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস এন্ড সোসাইটি।

বাংলাদেশ সময়: ১৮০৯ ঘণ্টা, ডিসেম্বর ০৫, ২০২৩
এএইচএস
 

  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।