ঢাকা, রবিবার, ৩ ফাল্গুন ১৪৩১, ১৬ ফেব্রুয়ারি ২০২৫, ১৬ শাবান ১৪৪৬

ফুটবল

ইন্টার মায়ামির সঙ্গে মৌখিক চুক্তি সম্পন্ন করেছেন সুয়ারেজ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৯ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০২৩
ইন্টার মায়ামির সঙ্গে মৌখিক চুক্তি সম্পন্ন করেছেন সুয়ারেজ

গুঞ্জন শোনা যাচ্ছিলো বেশ আগে থেকেই। এবার জানা গেল ইন্টার মায়ামির সঙ্গে মৌখিক চুক্তি সেরে ফেলেছেন সাবেক বার্সেলোনা তারকা লুইস সুয়ারেজ।

ইতালিয়ান সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো এক পোস্টে বিষয়টি জানান।  

আমেরিকান সকার ক্লাবটির সঙ্গে সুয়ারেজ এক বছরের চুক্তি করেছেন বলে জানান রোমানো। আরও এক বছর চুক্তি বাড়ানোর অপশনও রয়েছে বলে জানান তিনি। এখন কেবল লিখিত চুক্তির পালা। তা সম্পন্ন হলেই অফিসিয়ালি মায়ামির হবেন উরুগুইয়ান এই স্ট্রাইকার।  

যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম জানায়, ইন্টার মায়ামির তিনজন প্লেয়ারের কোটায় একজন হবেন সুয়ারেজ। অর্থাৎ, ২০২৩ সালে ক্লাবটি এক নীতি করে। যেখানে তিনজন ফুটবলারের বেতন হবে ৬ লাখ ৫১ হাজার ডলারের মধ্যে। আর এই বেতনেই মায়ামিতে আসতে রাজি হয়েছেন সাবেক এই বার্সা স্ট্রাইকার।  

বাংলাদেশ সময়: ১৯৩৯ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০২৩
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।