ঢাকা, বৃহস্পতিবার, ২৪ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

ফুটবল

‘পরবর্তী মেসি’ খ্যাত এচেভেরিকে দলে ভেড়াচ্ছে সিটি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৮ ঘণ্টা, জানুয়ারি ১, ২০২৪
‘পরবর্তী মেসি’ খ্যাত এচেভেরিকে দলে ভেড়াচ্ছে সিটি

আর্জেন্টিনার তরুণ মিডফিল্ডার ক্লাউদিও এচেভেরিকে ছয় বছরের চুক্তিতে রিভার প্লেট নিজেদের ক্লাবে ভেড়ানোর জন্য সমঝোতায় পৌঁছেছে ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটি। যদিও এখনই সেখানে যাচ্ছেন না এচেভেরি।

 

ইতালিয়ান সাংবাদিক ফাব্রিসিও রোমানো আজ সামাজিক মাধ্যমে জানান, চুক্তির অংশ হিসেবে ২০২৪ সালের ডিসেম্বর পর্যন্ত ধারে রিভার প্লেটেই থাকবেন এচেভেরি। এরপর তিনি যোগ দেবেন সিটিতে। এর আগে একই ক্লাব থেকে আর্জেন্টাইন স্ট্রাইকার হুলিয়ান আলভারেসকে নিজেদের ক্লাবে ভিড়িয়েছেন সিটিজেনরা।  

ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে দারুণ পারফরম্যান্স করায় সবার নজরে এসেছে এচেভেরি। তাকে মনে করা হয় ‘পরবর্তী মেসি’হিসেবেও। ওই আসরে কোয়ার্টার-ফাইনালে ব্রাজিলের বিপক্ষে তিনি করেন দারুণ এক হ্যাটট্রিক। আসরে সব মিলিয়ে গোল করেন পাঁচটি। আর্জেন্টিনা বিদায় নেয় সেমি-ফাইনাল থেকে।

বাংলাদেশ সময়: ২১০৮ ঘণ্টা, জানুয়ারি ১, ২০২৪
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।