ঢাকা, বৃহস্পতিবার, ১০ আশ্বিন ১৪৩২, ২৫ সেপ্টেম্বর ২০২৫, ০২ রবিউস সানি ১৪৪৭

ফুটবল

সিরিয়ার কাছে হেরে বিদায় ভারতের

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:৫০, জানুয়ারি ২৩, ২০২৪
সিরিয়ার কাছে হেরে বিদায় ভারতের

এশিয়ান কাপে তিন ম্যাচের তিনটিতেই হেরে আসর থেকে বিদায় নিয়েছে ভারত। শেষ ম্যাচে দলটি সিরিয়ার কাছে হারে ১-০ ব্যবধানে।

এর আগের দুই ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে ২-০ ও উজবেকিস্তানের বিপক্ষে ৩-০ ব্যবধানে হারে তারা।  

আজ নিজেদের গুরুত্বপূর্ণ ম্যাচে রক্ষণাত্মক কৌশলে দল সাজাননি কোচ ইগর স্তিমাচ। তার রণকৌশল ছিল ঘর সামলে আক্রমণে যাওয়া। কিন্তু স্তিমাচের এই প্রতিআক্রমণাত্মক ফুটবল কৌশলও কোনো ফল বয়ে আনতে পারেনি ভারতের জন্য। হারতে হয়েছে সিরিয়ার কাছে।

খেলার ৭৬তম মিনিটে উমর খরিবিনের করা একমাত্র গোলটি গুরুত্বপূর্ণ জয় এনে দেয় সিরিয়াকে। এ জয় শেষ ষোলোর টিকিট এনে দিয়েছে দলটিকে। নিজেদের ইতিহাসে এশিয়ান কাপে এটাই হবে যুদ্ধবিধ্বস্ত দেশটির সেরা সাফল্য।

গ্রুপ ‘বি’-তে ৪ পয়েন্ট নিয়ে তৃতীয় হয়ে শেষ করেছে সিরিয়া। কিন্তু তৃতীয় সেরা চার দলের একটি হয়ে পরের রাউন্ডে তাদের জায়গা করে নেওয়াটা কার্যত নিশ্চিত হয়ে যায়। ৭ পয়েন্ট নিয়ে এই গ্রুপের সেরা হয়েছে অস্ট্রেলিয়া। আর ৫ পয়েন্ট অর্জন করে রানার্স-আপ উজবেকিস্তান। তিন ম্যাচের তিনটিতেই হেরে একেবারে খালি হাতে ফিরল ভারত।

বাংলাদেশ সময়: ২১৫০ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০২৪
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।