ঢাকা, মঙ্গলবার, ২২ পৌষ ১৪৩১, ০৭ জানুয়ারি ২০২৫, ০৬ রজব ১৪৪৬

ফুটবল

ভুটানের জালে গোল উৎসব ভারতীয় মেয়েদের

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২, ২০২৪
ভুটানের জালে গোল উৎসব ভারতীয় মেয়েদের

ভুটানের বিপক্ষে বড় জয় দিয়ে সাফ অনূর্ধ্ব-১৯ আসর শুরু করেছে ভারত। এই জয়টা অনেকটাই অনুমেয় ছিল।

মাঠে ভারতের বিপক্ষে কোনও প্রতিরোধই গড়তে পারেনি ভুটান। প্রতিপক্ষের জালে গোল উৎসব করে ১০-০ ব্যবধানের জয় তুলে নিয়েছে ভারত।

ম্যাচের শুরু থেকেই ভুটানের বিপক্ষে চড়াও হয়ে খেলতে থাকে পূজা-নিতুরা। বিরতির আগেই ৪-০ গোলে এগিয়ে যায় ভারত। দ্বিতীয়ার্ধে ভুটানের উপর আরও বেশি প্রভাব বিস্তার করে খেলতে থাকেন তারা। ম্যাচে হ্যাটট্রিক করেছেন পূজা এবং শিবানি দেবি।

অষ্টম মিনিটে ভারত গোলের দেখা পায়। নেহার ক্রসে বল বক্সের ভেতরে থাকা প্রতিপক্ষের নিমা সেলডনের পিঠে লাগে। রক্ষণে কেউ বল বিপদমুক্ত করতে না পারার সুযোগে শিবানী ডানপায়ের ভলিতে গোল আনেন। ১৯ মিনিটে নেহা বক্সের ভেতরে বল বাড়ান। রক্ষণের ভুল ও ভুটান গোলরক্ষক পেমা ইয়াংজম এগিয়ে আসলে পোস্ট ফাঁকা হয়ে যায়। ডানপায়ের ফিনিশিংয়ে শিবানী জোড়া গোলের দেখা পান।

তিন মিনিট পর বাঁ-প্রান্তে ভয়ঙ্কর হয়ে ওঠা নেহার পাসে বল পেলেও ফাঁকা পোস্টের সামনে ফিনিশিং ব্যর্থতায় সুযোগ নষ্ট করেন পূজা। ২৬ মিনিটে পূজার ডানপায়ের দূরপাল্লার শট উপরের ক্রসবারে লেগে ফেরে। বক্সের ভেতরে ছয় মিনিট পর পূজা আরেকটি সহজ সুযোগ নষ্ট করেন। কয়েক সেকেন্ড পরই অবশ্য সুযোগ কাজে লাগিয়ে লক্ষ্যভেদে করেন।

ম্যাচের ৩৬ মিনিটে অধিনায়ক নিতু লিন্ডার লম্বা পাসে বল নিয়ে বক্সে ঢুকে গোলরক্ষকের মাথার উপর দিয়ে বল জালে জড়িয়ে হ্যাটট্রিক পূর্ণ করেন শিবানী।  

বিরতীর পর আক্রমনের ধার বাড়ায় ভারত। ৫৩ মিনিটে বক্সের বাঁ প্রান্তে টাচ লাইনের কাছ থেকে ক্রস দেন নেহা। হেডে ব্যবধান ৫-০ করেন সুলঞ্জনা রাউল। দুই মিনিট পরেই ব্যবধান কমানোর দারুন সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেননি ভুটানের ওয়েন লামো।  

৫৮-৬০ মিনিটে ভুটানের রক্ষনের ওপর ঝড় তোলে ভারত। তিন মিনিটে তিন করে টুর্নামেন্টের অন্যতম শক্তিশালি দলটি। ৫৮ মিনিটে সুলঞ্জনা রাউলের যোগন দেয়া বলে গোল করেন পুজা। পরের মিনিটেই সতীর্থ মেনেকার শট ভুটানের ফুটবলারের গায়ে লাগে। ফিরতি বলে  নিজের হ্যাটট্রিক পূরণ করেন এবং দলের সপ্তম গোল করেন পূজা। পরের মিনিটেই কর্নার থেকে জটলার মধ্যে বল পান মেনেকা। দারুন গোলে (৮-০) দলের গোল উৎসবে স্কোর শিটে নাম তোলেন তিনিও।  

একের পর এক আক্রমণে ভুটানের রক্ষণকে ছিন্নভিন্ন করা ভারত ব্যবধান ৯-০ করে ৭৩ মিনিটে। পূজার যগান দেওয়া বলে গোল করেন বদলি নামা আরিনা দেবি। যোগ করা সময়ে ভুটানের কফিনে শেষ পেরেকটি ঠুকে দেন পুজা। একক প্রচেষ্টা ভুটানের গোলরক্ষক পেমা ইয়ানগোমকে কাটিয়ে বল জালে জড়ান।  

প্রথম ম্যাচে বড় জয়ে ফাইনালের পথে এক পা দিয়ে রাখলো ভারত। আগামী ম্যাচে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ।  

বাংলাদেশ সময়: ১৭৫১ ঘণ্টা, ফেব্রুয়ারি ০২, ২০২৪
এআর/আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।