ঢাকা, বৃহস্পতিবার, ৯ আশ্বিন ১৪৩২, ২৫ সেপ্টেম্বর ২০২৫, ০২ রবিউস সানি ১৪৪৭

ফুটবল

জিতেও বিদায় চট্টগ্রাম আবাহনীর

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৫৬, ফেব্রুয়ারি ১৩, ২০২৪
জিতেও বিদায় চট্টগ্রাম আবাহনীর

ফেডারেশন কাপের গ্রুপপর্বের শেষ ম্যাচে আজ মুখোমুখি হয়েছিল চট্টগ্রাম আবাহনী এবং ব্রাদার্স ইউনিয়ন। ম্যাচে ৩-০ গোলে জয় পেয়েছে চট্টগ্রাম আবাহনী।

তবে জয় পেলেও কোয়ার্টার ফাইনালে উঠতে পারেনি চট্টগ্রাম আবাহনী। ১০ দলের আসর থেকে বাদ পড়েছে চট্টগ্রাম আবাহনী ও ব্রাদার্স ইউনিয়ন।  

ম্যাচে জোড়া গোল করেছেন শাকিল আলি, অন্য গোলটি করেছেন সায়মন। ম্যাচের শুরুতেই গোল করে দলকে এগিয়ে দেন শাকিল। আট মিনিটে তার গোলে লিড নেয় চট্টগ্রাম আবাহনী। ২০ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন তিনি। ৭২ মিনিটে দলের তৃতীয় গোল করে জয় নিশ্চিত করেন সায়মন।

কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করা আট দল হল- শেখ জামাল ধানমন্ডি, বাংলাদেশ পুলিশ, ঢাকা আবাহনী লিমিটেড, মোহামেডান স্পোর্টিং ক্লাব, শেখ রাসেল, রহমতগঞ্জ, বসুন্ধরা কিংস ও ফর্টিস।  

বাংলাদেশ সময়: ১৯৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০২৪
এআর/এএইচএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।