ঢাকা, মঙ্গলবার, ১৬ পৌষ ১৪৩১, ৩১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউস সানি ১৪৪৬

ফুটবল

নেপালে মেয়েদের আনন্দময় একদিন

সিনিয়র করেসপন্ডেন্ট স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০১৪ ঘণ্টা, মার্চ ৪, ২০২৪
নেপালে মেয়েদের আনন্দময় একদিন

সাফ অনূর্ধ্ব-১৬ নারী চ্যাম্পিয়নশিপে অংশ নিতে নেপালে অবস্থান করছে বাংলাদেশ নারী দল। প্রথম ম্যাচে নেপালকে হারিয়ে শুভসূচনা করেছে সইফুল বারী টিটুর শিষ্যরা।

আজ নেপালে ক্যাম্পে দুই সতীর্থের জন্মদিন পালন এবং বাংলাদেশ হাউজে নৈশভোজের নিমন্ত্রণে আনন্দময় একদিন কাটিয়েছে বাংলাদেশ।

বাংলাদেশ অনূর্ধ্ব-১৬ নারী ফুটবল দল আজ মাঠে কোন অনুশীলন করেনি। আজ বাংলাদেশ দলের সকল সদস্য নেপালে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত সালাউদ্দিন নোমান চৌধুরীর বাসভবন, বাংলাদেশ হাউজে নৈশ ভোজে অংশ নেন। এছাড়াও টিম হোটেলে বাংলাদেশ অনূর্ধ্ব-১৬ নারী ফুটবল দলের দুই খেলোয়ার থুইনুয়ে মারমা এবং সুমির জন্মদিন উদযাপন করা হয়।  

আগামীকাল বাংলাদেশ সময় সকাল সোয়া নয়টায় বাংলাদেশ দল  আনফা কমপ্লেক্স অনুশীলন করবে।

বাংলাদেশ সময়: ০০১২ ঘণ্টা, মার্চ ৪, ২০২৪
এআর/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।