ঢাকা, বৃহস্পতিবার, ১০ আশ্বিন ১৪৩২, ২৫ সেপ্টেম্বর ২০২৫, ০২ রবিউস সানি ১৪৪৭

ফুটবল

কুয়েতে নিজেদের প্রস্তুত করছেন জামালরা

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৩৪, মার্চ ১৮, ২০২৪
কুয়েতে নিজেদের প্রস্তুত করছেন জামালরা

ফিলিস্তিনের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলতে গতকাল কুয়েত পৌঁছেছে বাংলাদেশ দল। সৌদি আরবে কন্ডিশনিং ক্যাম্প করে সরাসরি কুয়েত গেছেন জামাল ভূইয়ারা।

গতকাল বিশ্রামের পর আজ জিমে রিকভারি সেশন করেছে তারা।

কুয়েত পৌছাতে বেশ ঝামেলা পোহাতে হয়েছে বাংলাদেশকে। ভিসা জটিলতায় দুই ফুটবলারের কুয়েত যাওয়া নিয়ে সংশয় তৈরি হয়েছিল। শেষ পর্যন্ত ভিসা জটিলতা কাটিয়ে গতকাল কুয়েত যায় পুরো দল।

২১ মার্চ কুয়েতে ফিলিস্তিনের বিপক্ষে খেলবে বাংলাদেশ দল। মূলত যুদ্ধ পরিস্থিতির জন্য ফিলিস্তিনের হোম ম্যাচ কুয়েতে হবে। ফিলিস্তিনের বিপক্ষে ফিরতি ম্যাচ ২৬ মার্চ ঢাকার কিংস অ্যারেনায়।  

বাংলাদেশ সময়: ১৭৩৪ ঘণ্টা, মার্চ ১৮, ২০২৪
এআর/আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।