ঢাকা, শুক্রবার, ১১ আশ্বিন ১৪৩২, ২৬ সেপ্টেম্বর ২০২৫, ০৩ রবিউস সানি ১৪৪৭

ফুটবল

অ্যাম্বুলেন্সে করে মাঠ ছাড়লেন জিকো

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৩৬, মে ৪, ২০২৪
অ্যাম্বুলেন্সে করে মাঠ ছাড়লেন জিকো

বসুন্ধরা কিংস-আবাহনীর ম্যাচ মানেই বাড়তি উত্তাপ বাড়তি চাপ। হাই ভোল্টেজ ম্যাচে চোট পেয়ে অ্যাম্বুলেন্সে করে মাঠ ছাড়তে হলো আনিসুর রহমান জিকোকে।

আক্রমণ প্রতিআক্রমণের ম্যাচে রাকিবের গোলে শুরুতেই এগিয়ে যায় বসুন্ধরা কিংস। গোল শোধ করতে মরিয়া হয়ে উঠে আবাহনী। এরই ধারাবাহিকতায় ১৮ মিনিটে গোলের চেষ্টা করে আবাহনী। মিলাদ শেখের ভলি ফিরিয়ে দেন আনিসুর রহমান জিকো।  

ফিরতি বলে শ্ট নিতে যান কর্নেলিয়াস স্টুয়ার্ট। তবে তার শট বলে না লেগে জিকোর মাথায় লাগে। সাথে সাথে রক্ত ঝড়তে শুরু করে। চোট গুরুতর দেখে ফিজিও জিকোকে অ্যম্বুলেন্সে করে মাঠের বাইরে নিয়ে যায়।

বাংলাদেশ সময়: ১৮৩৫ ঘণ্টা, মে ০৪, ২০২৪
এআর/আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।