ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

ফুটবল

‘গার্ড অব অনার’ পাওয়ার ম্যাচে রিয়ালের বড় জয় 

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩১ ঘণ্টা, মে ১২, ২০২৪
‘গার্ড অব অনার’ পাওয়ার ম্যাচে রিয়ালের বড় জয় 

চার ম্যাচ হাতে রেখেই লা লিগার শিরোপা নিশ্চিত করেছে রিয়াল মাদ্রিদ। তাই গতকাল নিজেদের মাঠে তাদের গার্ড অব অনার দেয় রেলিগেশন জোনে থাকা গ্রানাডা।

যদিও প্রায় দ্বিতীয় সারির রিয়ালের বিপক্ষে লড়াইও করতে পারেনি তারা। ভিনিসিয়ুস-বেলিংহ্যামদের ছাড়াই ৪-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে রিয়াল।

লস কারমেনাসে গোল পেতে লস ব্লাঙ্কোসদের অপেক্ষা করতে হয় ৩৮ মিনিট পর্যন্ত। সেই ডেডলক ভাঙেন ফ্রান গার্সিয়া। এরপর প্রথমার্ধের যোগ করা সময়ে তার পাস থেকেই ব্যবধান দ্বিগুণ করেন আর্দা গুলের। বিরতির পর দাপট দেখান ব্রাহিম দিয়াস। ৯  মিনিটের ব্যবধানে জোড়া গোল করেন  এই ফরোয়ার্ড।

এনিয়ে টানা ২৬ ম্যাচ অপরাজিত থাকল রিয়াল। ৩৫ ম্যাচে ৯০ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে তারা। দুইয়ে থাকা জিরোনার সঙ্গে তাদের ব্যবধান ১৫ পয়েন্টের। অন্যদিকে এই হারে অবনমন নিশ্চিত হলো গ্রানাডার। ৩৫ ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে টেবিলের ১৯-এ আছে তারা।  

বাংলাদেশ সময়: ১১২৯ ঘণ্টা, মে ১২, ২০২৪
এএইচএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।