ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

ফুটবল

ঘরের মাঠ আত্মবিশ্বাস যোগাচ্ছে বাংলাদেশকে

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩১ ঘণ্টা, জুন ৫, ২০২৪
ঘরের মাঠ আত্মবিশ্বাস যোগাচ্ছে বাংলাদেশকে

বিশ্বকাপ এবং এশিয়ান কাপ বাছাইপর্বের ফিরতি লেগে আগামীকাল অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। বসুন্ধরা কিংস অ্যারেনায় বাংলাদেশ সময় বিকেল ৪টা ৪৫ মিনিটে মাঠে নামবে দুই দল।

বাইছাইপর্বে নিজেদের ঘরের মাঠে এটাই বাংলাদেশের শেষ ম্যাচ। আর ঘরের মাঠের কারণেই তা বাড়তি আত্মবিশ্বাস যোগাচ্ছে বলে জানালেন বাংলাদেশের স্প্যানিশ কোচ হ্যাভিয়ের কাবরেরা।  

বসুন্ধরা কিংস অ্যারেনায় বাংলাদেশের অতীত পরিসংখ্যান বেশ ভালো। বিশ্বকাপ বাছাইয়ে এই ভেন্যুতে ইতোমধ্যেই দুটি ম্যাচ খেলেছে তারা। তিনটি ম্যাচেই তাদের পারফরম্যান্স ছিল প্রশংসনীয়। লেবাননের সঙ্গে ড্র এবং ফিলিস্তিনের সঙ্গে ১-০ গোলে হেরেছে। দুই দলই ফিফা র্যাংকিংয়ে বাংলাদেশের চেয়ে অনেক এগিয়ে ছিল।  

তবে এবারের প্রতিপক্ষ অস্ট্রেলিয়ার অবস্থান বাংলাদেশের চেয়ে ১৬০ ধাপ উপরে। এই দলের বিপক্ষে নিজেদের সেরা পারফরম্যান্সটাই দেখাতে চায় বাংলাদেশ। উপহার দিতে চায় উপভোগ্য ফুটবল। এ নিয়ে বাংলাদেশের কোচ বলেন, ‘আমরা নিজেদের মাঠে অনেকটাই শক্তিশালী। তা সব প্রতিপক্ষের বিপক্ষেই। সুতরাং আমরা তৈরি খেলার জন্য। শুধু আমরা না সমর্থকরাও অপেক্ষা করে আছে। সবাই ম্যাচটির দিকে তাকিয়ে আছে। আমরা ভালো একটা খেলা উপহার দিতে চাই। ’

অস্ট্রেলিয়ার বিপক্ষে জয় কিংবা ড্র’য়ের স্বপ্ন দেখছে না বাংলাদেশ। মেলবোর্নে অ্যাওয়ে ম্যাচে বাংলাদেশ ৭-০ গোলে হেরেছে। এবার প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলতে চান জামালরা। প্রধান কোচ কাবরেরা বলেন, ‘মেলবোর্নের ম্যাচের তুলনা করলে কাল আমরা উন্নতি করতে চাই। আগে যা করেছি তার চেয়েও। যদিও সেখানে ইতিবাচক মুহূর্ত ছিল। তবে আমাদের ভুগতে হয়েছে নানান কারণে। এবার আগেই আমরা গোল হজম করতে চাই না। নিজেদের মাঠে নিজেদের খেলাটা খেলতে চাই। প্রতিদ্বন্দ্বিতা করতে চাই। কঠিন ম্যাচে নিজেদের সামর্থ্য দেখাতে চাই। অস্ট্রেলিয়ার জন্য ম্যাচটা কঠিন করতে চাই। ’

অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম লেগের ম্যাচে শুরুতেই গোল হজম করে পিছিয়ে পড়েছিল বাংলাদেশ। এবার তেমন কিছু চান না কাবরেরা। যদিও কার্ডের কারণে বাংলাদেশ দলে বিশ্বনাথ ও মজিবর রহমান জনি নেই। তবে ফিরেছে শেখ মোরসালিন ও তারিক কাজী। এছাড়া শেষ ফিফা উইন্ডোতে বিশ্বকাপ বাছাইয়ে ফিলিস্তিনের বিপক্ষে দুটি ম্যাচেই হারতে হয়েছিল। তবু বিচলিত হচ্ছেন না কাবরেরা, ‘আগের উইন্ডোতে নানান সমস্যা হয়েছিল। সেটা চোট ও সাসপেনশনের কারণে। এবার নতুনদের সঙ্গে অভিজ্ঞরা রয়েছে। নতুনদের তো পরীক্ষা দিতে হবে এই পর্যায়ের ম্যাচে এসে। বিশ্বনাথ নেই, তাকে মিস করবো। যারা আছে তারা মানিয়ে নিতে পারবে আশা করি। তবে আমরা অতীতকে আঁকড়ে ধরে রাখতে চাই না। বর্তমানকে দেখে এগিয়ে যেতে চাই। ’

বাংলাদেশ সময়: ২১৩০ ঘণ্টা, জুন ০৫, ২০২৪
এআর/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।