ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

আর্জেন্টিনা সবসময়ই ফেভারিট: মেসি 

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৬ ঘণ্টা, জুন ৭, ২০২৪
আর্জেন্টিনা সবসময়ই ফেভারিট: মেসি 

লিওনেল মেসি সাক্ষাৎকার দিচ্ছেন, আর সেখানে কাতার বিশ্বকাপের কথা উঠবে না তা কি করে হয়! যে বিশ্বকাপ তার ক্যারিয়ারকে দিয়েছে পূর্ণতা, দিয়েছে চ্যাম্পিয়ন হওয়ার স্বাদ। তা নিয়ে কথা না বললে সবকিছু যেন অপূর্ণই থেকে যায়।

আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের দেড় বছর পেরিয়ে গেছে। বিশ্বচ্যাম্পিয়নের মর্যাদা নিয়ে একের পর এক ম্যাচ খেলছে তারা। মেসিও তা উপভোগ করছেন। তবে বিশ্বকাপ জয়ের পর কিছুই বদলায়নি বলে মনে করেন তিনি।

ইনফোবেকে দেওয়া এক সাক্ষাৎকারে মেসি বলেন, 'সত্যিটা হলো হ্যাঁ, নিজেকে বিশ্বচ্যাম্পিয়ন মনে হচ্ছে। মনে হচ্ছে সবকিছু বদলে গেছে কিন্তু কিছুই বদলায়নি। হ্যাঁ, আমরা আমাদের লক্ষ্য অর্জন করেছি। যেটা আমি, আমার পরিবার ও সবাই খুব করে চেয়েছিল। কিন্তু এরপর জীবন কেটে যাচ্ছে জীবনের নিয়মে। আমাকে পিএসজিতে চালিয়ে যেতে হয়েছিল, সেখানে বাস করতে হয়েছিল, জয়ের চেষ্টা চালিয়ে যেতে হয়েছিল। '

'তবে একইসঙ্গে বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার পর মনে হচ্ছিল আমি পরিপূর্ণ। যে লক্ষ্য ও স্বপ্ন দেখেছি সবকিছুই অর্জন করেছি এবং এমনটা বলতে সক্ষম হওয়াটা খুবই কঠিন। '

বিশ্বকাপে ফ্রান্সকে হারিয়ে আর্জেন্টিনার শিরোপা উঁচিয়ে ধরার মুহূর্তটি এখনো ভেসে বেড়ায় প্রতিটি আর্জেন্টাইন ভক্তের স্মৃতিতে। তবে সেই ফাইনালের হাইলাইটস এখন পর্যন্ত পর্দায় দেখেননি মেসি।

তিনি বলেন, 'আমি এখনো  সেই ম্যাচ দেখিনি। আমার আগ্রহ নেই। হয়তো পরে কখনো দেখব। সব স্মৃতি এখানে (মাথায়) আছে এবং সেটা নিয়েই দিন পার করছি। যা মনে রাখার সেটাই মনে আছে। কিছু জিনিস ভুলে গেছি। তবে ফের না দেখে, যা মনে আছে তা নিয়েই থাকব। '

আগামী ২০ জুন থেকে শুরু হচ্ছে দক্ষিণ আমেরিকার শ্রেষ্ঠত্বের আসর কোপা আমেরিকা। যা সামনে রেখে ইতোমধ্যে দলের সঙ্গে যোগ দিয়েছেন মেসি। বরাবরের মতো ফেভারিটদের কাতারে রাখলেন আর্জেন্টিনাকে।

তিনি বলেন, 'এখন জাতীয় দলের হয়ে আমাদের আরেকটি চ্যালেঞ্জ আছে। সেটা হলো কোপা আমেরিকা জেতার চেষ্টা করা। আমি মনে করি, আর্জেন্টিনা সবসময় ফেভারিট। যখন আমরা কিছু জিতিনি, তখনো ছিল। হোক সেটা কোপা আমেরিকা, বিশ্বকাপ কিংবা অন্য কিছুই। ব্রাজিল বা অন্যদলের মতো আর্জেন্টিনাও শিরোপার দাবিদার। '

'তবে আমি মনে করি, এখন দক্ষিণ আমেরিকার দলগুলো খুবই শক্তিশালী। উরুগুয়ে খুবই ভালো দল। কলম্বিয়া, ইকুয়েডরও তেমন। দিনশেষে সব ম্যাচ খেলা খুব কঠিন হয়ে পড়ে। তবে আমি মনে করি, এবারের কোপা আমেরিকায় খুবই শ্বাসরুদ্ধকর লড়াই হবে। '

বাংলাদেশ সময়: ২০৫২ ঘণ্টা, জুন ৭, ২০২৪
এএইচএস
 
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।