ঢাকা, শুক্রবার, ১৫ আষাঢ় ১৪৩১, ২৮ জুন ২০২৪, ২০ জিলহজ ১৪৪৫

ফুটবল

গ্রিজমানের সুযোগ মিসের রাতে ডাচদের সঙ্গে ফ্রান্সের ড্র

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩০২ ঘণ্টা, জুন ২২, ২০২৪
গ্রিজমানের সুযোগ মিসের রাতে ডাচদের সঙ্গে ফ্রান্সের ড্র

আগের ম্যাচে নাকের ইনজুরির কারণে নেদারল্যান্ডসের বিপক্ষে মাঠে নামেননি কিলিয়ান এমবাপ্পে। দলের গুরুত্বপূর্ণ ফুটবলার ছাড়াই আক্রমণে আধিপত্য করে ফ্রান্স।

যদিও গোলের দেখা পাওয়া হয়নি তাদের। গ্রিজমানের বেশ কয়েকটি গোল মিসের পাশাপাশি ডাচ ডিফেন্ডারদের নৈপুণ্যে ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হয় দুদলকে।  

উয়েফা ইউরোর ‘ডি’ গ্রুপে লাইপজিগের রেডবুল অ্যারেনাতে বাংলাদেশ সময় শুক্রবার রাত ১টায় শুরু হওয়া ম্যাচটি গোলশূন্য ড্র করে ফ্রান্স ও নেদারল্যান্ডস। ডাচদের হয়ে জালে একবার বল পাঠান জাভি সিমোন্স। তবে অফসাইডের কারণে সেটি বাতিল হয়।

ম্যাচের প্রথম মিনিটেই সুযোগ পায় নেদারল্যান্ডস। জাভি সিমোন্সের দেওয়া থ্রু বল ডিফেন্ডারদের কাটিয়ে বক্সে নিয়ে যান ফ্রিমপং। তবে তার শট ঠেকিয়ে দেন মাইগনান। চতুর্দশ মিনিটে সুযোগ পায় ফ্রান্স। রাবিওতের দেওয়া বল বক্স পর্যন্ত টেনে নিয়ে গোলরক্ষককে একা পেয়েও গ্রিজমানকে বাড়ান থুরাম। কিন্তু আতলেতিকো ফরোয়ার্ড ঠিকঠাক শট নিতে পারেননি। পরে আবারও সুযোগ পান তিনি। কিন্তু কন্তের দেওয়া বল বাঁ দিক দিয়ে উড়িয়ে মারেন।  

ষষ্ঠদশ মিনিটে গাকপোর শট ঠেকিয়ে দেন ফরাসি গোলরক্ষক। ২৮তম মিনিটে কুন্দের দেওয়া দারুণ পাস টেনে নিয়ে গোলরক্ষককে একা পেয়েও ঠিকঠাক শট নিতে পারেননি থুরাম। উড়িয়ে মারেন জালের ওপর দিয়ে। প্রথমার্ধে আরও কয়েকটি আক্রমণ করে তারা। তবে জালের দেখা পাওয়া হয়নি।

বিরতির পর আক্রমণ আরও বাড়ায় ফ্রান্স। ৬৫তম মিনিটে দারুণ এক সুযোগ মিস করেন গ্রিজমান। থুরামের শট নাথান আকে ফিরিয়ে দিলেও সেটি চলে যায় কন্তের কাছে। তার দেওয়া দুর্দান্ত পাস খুব কাছ থেকে পেয়েও গোলরক্ষককে বোকা বানাতে পারেননি গ্রিজমান। ডাচ গোলরক্ষকক পা দিয়ে সহজেই সেটি ঠেকিয়ে দেন।  

৬৯তম মিনিটে প্রতিআক্রমণ থেকে বল টেনে নিয়ে দারুণ শটে বল জালে পাঠান সিমোন্স। তবে অফসাইডের কারণে ভিএআর সেটি বাতিল করে। পরোক্ষভাবে ডামফ্রিস অফসাইডে থাকায় গোলটি বাতিল হয়। পরবর্তীতে আর কোনো গোল না হলে ড্র নিয়ে ম্যাচটি শেষ করে দুদল।

বাংলাদেশ সময়: ০৩০১ ঘণ্টা, জুন ২২, ২০২৪
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।