ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

ফুটবল

স্বপ্নের শুরুর পর এমবাপ্পে বললেন, ‘আমাদের কোনো সীমা নেই’

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪০ ঘণ্টা, আগস্ট ১৫, ২০২৪
স্বপ্নের শুরুর পর এমবাপ্পে বললেন, ‘আমাদের কোনো সীমা নেই’

মুহূর্তটির জন্য লম্বা সময় অপেক্ষা করতে হয়েছে তাকে। অবশেষে ফুরোল তা।

শিরোপা ও গোল মিলিয়ে রিয়াল মাদ্রিদে কিলিয়ান এমবাপ্পের শুরুটা হয়েছে স্বপ্নের মতো।

গতকাল আতালান্তাকে ২-০ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো উয়েফা সুপার কাপ জিতেছে রিয়াল। লস ব্লাঙ্কোসদের জার্সিতে এটাই ছিল এমবাপ্পের প্রথম ম্যাচ। সেই ম্যাচে খুলে ফেলেন গোলের খাতাও। ৬৮ মিনিটে জুড বেলিংহ্যামের পাস থেকে দুর্দান্ত শটে জাল কাঁপান এই ফ্রেঞ্চ ফরোয়ার্ড।

জয়ের পর এমবাপ্পে বলেন, 'অসাধারণ এক রাত ছিল। আমি এই মুহূর্তের জন্য লম্বা সময় ধরে অপেক্ষা করেছি। এই জার্সি, এই ব্যাজ ও এই সমর্থকদের জন্য খেলতে পারাটা আমার কাছে উপহারের মতোই। আমরা রিয়াল মাদ্রিদে আছি, আমাদের কোনো সীমা নেই। যদি আমি ৫০ গোল করতে পারি তাহলে ৫০ গোলই করব। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো জেতা এবং দল হিসেবে উন্নতি করা। কারণ আমরা দল হিসেবেই জিতব। '

'আমি গোল নিয়ে খুবই খুশি। আমার মতো স্ট্রাইকারের জন্য তা গুরুত্বপূর্ণ। তবে এই দলের সঙ্গে খেলে আনন্দ পাওয়াটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। '

এমবাপ্পের প্রথম গোলে অবদান রাখা বেলিংহ্যাম বলেন, 'খেলার আগে আমরা এনিয়ে (সে গোল করবে কি না) কথাও বলিনি। আমরা কেবল আশা করেছি, এটা হবে। সে এমন ধরনের খেলোয়াড় যে নিজের ইতিহাস নিজে লিখে। বারবার সে তার দলকে সাহায্য করে আসছে এবং আজ রাতে (গতকাল) আবারও সেটা করল। '

আক্রমণে দুই ব্রাজিলিয়ান ভিনিসিয়ুস ও রদ্রিগোকে দুই পাশে রেখে এমবাপ্পেকে মাঝখানে রাখেন কোচ কার্লো আনচেলত্তি। এছাড়া মিডফিল্ডে বেলিংহ্যামের পেছনে ছিলেন ফেদে ভালভার্দে ও অরেলিয়ে চুয়োমেনি। প্রথম ম্যাচ হলেও এমবাপ্পে দলের সঙ্গে ভালোভাবে মানিয়ে নিয়েছে বলে মনে করেন রিয়াল কোচ।

তিনি বলেন, 'এমবাপ্পে সত্যিই ভালো খেলেছে। সে দলের সঙ্গে খুব ভালোভাবে মানিয়ে নিয়েছে। ভিনিসিয়ুস ও বেলিংহ্যামের সঙ্গে ভালোভাবে সমন্বয় করেছে। অবশ্যই আমাদের অনেক কোয়ালিটি আছে, তবে আমাদের একসঙ্গে খেলতে হবে এবং আজ (গতকাল) সেটাই করেছি। ' 

এদিকে লা লিগায় আগামী ১৮ আগস্ট মায়োর্কার বিপক্ষে ম্যাচ দিয়ে শিরোপা ধরে রাখার মিশন শুরু করবে রিয়াল।

বাংলাদেশ সময়: ১৫৩৯ ঘণ্টা, আগস্ট ১৫, ২০২৪
এএইচএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।