ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

ফুটবল

এমবাপ্পে-পরবর্তী যুগ বড় জয়ে শুরু পিএসজির

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১১ ঘণ্টা, আগস্ট ১৭, ২০২৪
এমবাপ্পে-পরবর্তী যুগ বড় জয়ে শুরু পিএসজির

দীর্ঘদিন দলের আক্রমণভাগের নেতৃত্ব দেওয়া কিলিয়ান এমবাপ্পে এই গ্রীষ্মে পাড়ি জমিয়েছেন রিয়াল মাদ্রিদে। তবে ফরাসি ফরোয়ার্ডের অনুপস্থিতিতে জয় দিয়ে লিগ শুরু করেছে পিএসজি।

গতকাল ফরাসি লিগ ওয়ানের ম্যাচে প্যারিসিয়ানরা ৪-১ গোলে হারিয়েছে লা হাভরেকে। ম্যাচের ৮৩ মিনিট পর্যন্ত ১-১ সমতা বিরাজ করছিল। তবে পরের ৬ মিনিটে ৩ গোল করে বড় জয় ছিনিয়ে নেয় প্যারিসের ক্লাবটি।

টানা ৭ মৌসুম প্যারিসে কাটানো এমবাপ্পে বিদায় নেওয়ায় বেশ চ্যালেঞ্জের মুখেই পড়েছে পিএসজি। তবে শুরুটা জয় দিয়ে হওয়ায় স্বস্তি নিয়েই মাঠ ছেড়েছে তারা। ম্যাচের প্রথম গোলটিও করেছিল লুইস এনরিকের দল। তৃতীয় মিনিটে কাং-ইন লি গোল করে পিএসজিকে এগিয়ে দেন।  

৪৮তম মিনিটে গোল শোধ করে লা হাভরে। গাতিয়ের লরিসের করা ওই গোলে ড্রয়ের স্বপ্নও দেখতে শুরু করেছিল তারা। কিন্তু পিএসজির তিন বদলি খেলোয়াড় উসমান দেম্বেলে, ব্রাডলি বারকোলা ও রান্দাল কোলো মুয়ানি গোল করে দৃশ্যপট বদলে দেন।  

বাংলাদেশ সময়: ১৩১১ ঘণ্টা, আগস্ট ১৭, ২০২৪
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।