ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

ফুটবল

দুই গোলে এগিয়ে থেকেও হোঁচট খেল বার্সা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৯ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০২৪
দুই গোলে এগিয়ে থেকেও হোঁচট খেল বার্সা

মার্ক কাসাদোর লাল কার্ড দেখাটাই কাল হয়ে দাঁড়াল শেষ পর্যন্ত। এর আগপর্যন্ত সেলতা ভিগোর বিপক্ষে ২-০ গোলে এগিয়ে ছিল বার্সেলোনা।

একজন কম নিয়ে খেলার পর মাঠ ছাড়তে ২-২ গোলের ড্র নিয়ে।

ম্যাচ শেষে সেই লাল কার্ডকেই দুষলেন গাভি। দীর্ঘ সময় মাঠের বাইরে থাকার পর গতকাল শুরুর একাদশে খেলা এই বার্সা মিডফিল্ডার বলেন, ‘ম্যাচ আমাদের নিয়ন্ত্রণে ছিল। কিন্তু লাল কার্ড আমাদের ওপর বিরাট প্রভাব ফেলেছে। দুটি নির্দিষ্ট মুহূর্তে সেলতা আমাদের ম্যাচ থেকে ছিটকে দিয়েছে। মনোযোগ হারালে এমনটাই হয়। ’

সেলতার মাঠে ১৫ মিনিটে বার্সাকে এগিয়ে দেন অধিনায়ক রাফিনিয়া। এরপর দ্বিতীয়ার্ধে ব্যবধান দ্বিগুণ করেন রবের্ত লেভানদোভস্কি। দুই গোলে জয়ের দিকেই এগোচ্ছিল বার্সা। কিন্তু ৮২ মিনিটে পথের কাঁটা হয়ে যান কাসাদো। সেল্তার মিডফিল্ডার ইলাইক্স মোরিবাকে ফাউল করে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়তে হয় তাকে।

এর দুই মিনিট পরই জুলস কুন্দের ভুলে ব্যবধান কমায় সেলতা। গোলটি আসে আলফন্সো গনসালেসের কাছ থেকে। ৮৬ মিনিটে ম্যাচে সমতা আনেন হুগো আলভারেস।

এই ম্যাচে হোঁচট খেলেও ১৪ ম্যাচে ৩৪ পয়েন্ট নিয়ে শীর্ষেই রয়েছে বার্সা।

বাংলাদেশ সময়: ১১২৪ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০২৪
এএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।