ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

ফুটবল

বঙ্গবন্ধু স্টেডিয়ামেই সাফ আয়োজনের আশা বাফুফের

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৪ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০২৪
বঙ্গবন্ধু স্টেডিয়ামেই সাফ আয়োজনের আশা বাফুফের

সংস্কার কাজের জন্য তিন বছরের বেশি সময় ধরে খেলা নেই বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে। ভেন্যু সংকটের কারণে বাংলাদেশ ফুটবল ফেডারেশন বিভিন্ন টুর্নামেন্ট আয়োজনে হিমশিম খাচ্ছে।

এর মধ্যে অনূর্ধ্ব-২০ নারী সাফের আয়োজক হয়েছে বাংলাদেশ।

বঙ্গবন্ধু স্টেডিয়ামেই সাফের আয়োজন করার পরিকল্পনা আছে বাফুফের। এর আগে স্টেডিয়ামের সংস্কার কাজ সম্পন্ন হবে কি না, তা নিয়ে রয়েছে শঙ্কা। তবে আশা দেখছেন নারী উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ।  

তিনি বলেন বলেন, ‘আমরা স্বাগতিক হয়েছি বঙ্গবন্ধু স্টেডিয়ামে খেলব বলেই। আমাদের সেখানেই খেলতে হবে। আমরা যখন হোস্ট ফর্মে সাইন করি তার আগে আমি বাফুফে থেকে জাতীয় ক্রীড়া পরিষদে প্রতিনিধি পাঠিয়েছিলাম খোঁজখবর নেওয়ার জন্য। ফেব্রুয়ারিতে আমরা মাঠ পাবো কি না। তখন সেখান থেকে জানানো হয়েছিল ডিসেম্বরেই আমরা মাঠ পাব। তবে ফ্লাডলাইট ছাড়া। ’ 

‘ফ্লাডলাইট ছাড়া সাফের ম্যাচ খেলা যাবে না। কারণ সাফের প্রতিদিন দুটি ম্যাচ। প্রতিদিন দুটি ম্যাচ খেলতে ফ্লাডলাইট লাগবেই। আমি এখনো জানি না ফেব্রুয়ারিতে ফ্লাডলাইটের কাজ সম্পন্ন হবে কি না। হলে সেখানেই আমরা খেলব। আমি যতটুকু জানি জাতীয় ক্রীড়া পরিষদ এই বিষয়ে খুবই আন্তরিক। তারা চেষ্টা করছে যেন আমরা ঢাকাতেই এটা আয়োজন করতে পারি। ’ 

বঙ্গবন্ধু স্টেডিয়াম ডিসেম্বরের মধ্যে বাফুফেকে খেলার উপযোগী করে দেওয়া হবে বলে জানানো হয়েছে। ফ্লাডলাইটের কাজ সম্পন্ন না হলে বিকল্প কোনো ভেন্যুর চিন্তা করা হচ্ছে কি না? এমন প্রশ্নের জবাবে কিরণ কলেন, ‘আমি বিকল্প কোনোকিছু চিন্তা করলে হবে না। এটা সাফ সিদ্ধান্ত নেবে। বঙ্গবন্ধু না হলে অন্য কোনো ভেন্যু কিংবা এখানে সাফ আয়োজন করা হবে কি না এটা সাফ সিদ্ধান্ত নেবে যেহেতু এটা বাফুফের কোনো টুর্নামেন্ট নয়। ’ 

আগামী ফেব্রুয়ারি মাসে সাফ অনূর্ধ্ব-২০ নারী সাফের ক্যাম্প শুরু হবে। সদ্য সিনিয়র সাফ চ্যাম্পিয়ন হওয়া কোচ পিটার বাটলারই অনূর্ধ্ব-২০ দলের কোচ থাকবেন। কিরণ বলেন, ‘আমি পিটারের সঙ্গে কথা বলেছি। আগামী মাসের (ডিসেম্বর) এক তারিখ থেকে আমরা ক্যাম্প শুরু করব। ট্রেনিং কোথায় হবে এটা এখনো ঠিক করা হয়নি। ট্রেনিং বসুন্ধরার মাঠেও হতে পারে। এছাড়া আবাহনীর মাঠেও হতে পারে। তবে যেখানেই করি ঘাসের মাঠেই করব। কারণ আমরা যদি বঙ্গবন্ধুতে খেলি, তবে আমাদের ঘাসের মাঠে খেলতে হবে। ’

ডিসেম্বরে ইংলিশ কোচ পিটার বাটলারের চুক্তি শেষ হতে চলেছে। ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য সাফের দায়িত্বে তাকে রাখা হয়েছে। এতেই পরিষ্কার বাফুফের সঙ্গে চুক্তি নবায়ন করতে চলেছেন এই কোচ। তবে এখনো কোনো কিছু চুড়ান্ত হয়নি বলে চানিয়েছেন বাফুফের নারী উইংয়ের চেয়ারম্যান।  

তিনি বলেন, ‘পিটারের সঙ্গে আমাদের আলোচনা চলছে। হয়তো চুক্তি বাড়তে পারে। তবে যেহেতু কোনও সিদ্ধান্ত হয়নি তাই আমি এখন কিছু বলতে চাচ্ছি না। ডিসেম্বর পর্যন্ত তার চুক্তি আছে। এর মধ্যে তার সঙ্গে আলোচনা চলছে। আমরাও পজিটিভ তিনিও পজেটিভ। এখন পর্যন্ত আমরা এখানেই আছি। এরপর তার চুক্তি শেষ হলে আমরা দুই পক্ষ মিলে সিদ্ধান্ত নেব। ’

আগামী ৪ ডিসেম্বর থেকে ক্রিসমাসের ছুটিতে যাবেন পিটার বাটলার। ছুটি কাটিয়ে দেশে ফিরবেন ডিসেম্বরের শেষ সপ্তাহে। এরপরই সিদ্ধান্ত হবে তার ভবিষ্যতের।

বাংলাদেশ সময়: ২০১৩ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০২৪
এআর/এএইচএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।