ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

ফুটবল

বড় জয়ে লিগ শুরু মোহামেডানের

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৬ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০২৪
বড় জয়ে লিগ শুরু মোহামেডানের

সেই পুরোনো দ্বৈরথের দেখা যে মিলবে না তা অনুমিতই ছিল। হলোও তা-ই।

প্রায় ২০ বছর পর প্রিমিয়ার লিগে ফেরা ঢাকা ওয়ান্ডারার্সকে ৬-০ গোলে উড়িয়ে আসর শুরু করল মোহামেডান স্পোর্টিং ক্লাব। অথচ একটা সময় ছিল ওয়ান্ডারার্স-মোহামেডান ম্যাচ মানেই বারুদে ঠাসা।

সাদা-কালোদের হয়ে জোড়া গোল করেছেন অধিনায়ক সুলেমান দিয়াবাতে। গাজীপুরের শহীদ বরকত স্টেডিয়ামে ম্যাচের ২৪ মিনিটের ভেতরই তিন গোলে এগিয়ে যায় মোহামেডান। পঞ্চম মিনিটে ডেডলক ভাঙেন সানডে এমানুয়েল। ১৯ মিনিটে বাঁ পায়ের জোরালো শটে ব্যবধান দ্বিগুণ করেন মিনহাজুর আবেদীন রাকিব। পাঁচ মিনিট পর তৃতীয় গোলটি আসে দিয়াবাতের হেড থেকে।

বিরতির পর গোল পেতে অবশ্য সময় লাগে মোহামেডানের। অপেক্ষা করতে হয় ৮০ মিনিট পর্যন্ত। বক্সের ভেতর দিয়াবাতের পাস থেকে গোলটি করেন আর্নেস্ট বোয়েটাং। ৮৯ মিনিটে নিজের দ্বিতীয় গোলের দেখা পান দিয়াবাতে। যোগ করা সময়ের তৃতীয় মিনিটে ওয়ান্ডারার্সের কফিনে শেষ পেরেকটি মারেন সৌরভ দেওয়ান।

দিনের অন্য ম্যাচটিতে মুন্সীগঞ্জের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লে. মতিউর রহমান স্টেডিয়ামে ব্রাদার্স ইউনিয়ন ২-১ গোলে হারিয়েছে পুলিশ এফসিকে। ২৩ মিনিটে ব্রাদার্সের হয়ে প্রথম গোলটি করেন ম্যাডি সিসে। তবে ৪৪ মিনিটে পুলিশকে সমতায় ফেরান মানিক হোসেন মোল্লা। বিরতির পর ৬২ মিনিটে জাকারিয়া দারবোর কাছ থেকে জয়সূচক গোল পায় ব্রাদার্স।

বাংলাদেশ সময়: ১৭২৯ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০২৪
এএইচএস
 
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।