ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

ফুটবল

রিয়ালকে জয়ে ফেরালেন এমবাপ্পে-বেলিংহাম

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫৪ ঘণ্টা, ডিসেম্বর ২, ২০২৪
রিয়ালকে জয়ে ফেরালেন এমবাপ্পে-বেলিংহাম সংগৃহীত ছবি

চ্যাম্পিয়নস লিগে লিভারপুলের বিপক্ষে পেনাল্টি মিস করে সমর্থকদের 'কাঠগড়ায়' দাঁড়িয়েছিলেন কিলিয়ান এমবাপ্পে। তার শাস্তি হিসেবেই হয়তো এবার এমবাপ্পেকে পেনাল্টি নিতে দিলেন না রিয়াল মাদ্রিদের কোচ কার্লো আনচেলত্তি।

 

সেই সুযোগ কাজে লাগিয়ে স্পটকিক থেকে গোলের দেখা পেলেন জুড বেলিংহাম। পরে অবশ্য গোল করেছেন এমবাপ্পে নিজেও। আর তাতে ভর করে হেতাফেকে ২-০ গোলে জিতেছে লস ব্ল্যাঙ্কোসরা।

ম্যাচের শুরু থেকে প্রতিপক্ষের ওপর চড়াও হয় রিয়াল। তবে গোলের মুখ দেখতে তাদের অপেক্ষায় থাকতে ৩০ মিনিট পর্যন্ত। পেনাল্টি থেকে গোল করার সময় গেতাফের গোলরক্ষককে ধোঁকা দেন বেলিংহাম। পানেনকা কিকে পরাস্ত হয়ে গোলরক্ষক দাভিদ সুরিয়া ডান দিকে পড়ে যান। বল ধীরে ধীরে জালে জড়িয়ে যায়।

পেনাল্টি না নিতে পারার কষ্ট অবশ্য মিনিট আটেক পরেই পুষিয়ে নেন এমবাপ্পে। বেলিংহামের পাসে বল বক্সে পেয়ে বাঁকানো শটে জালে জড়িয়ে দেন ফরাসি ফরোয়ার্ড। ২ গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় রিয়াল।

বিরতির পর পেনাল্টির আবেদন করেছিল রিয়াল। কিন্তু ভিএআর দেখে তা বাতিল করে দেন রেফারি। পরে ফেদে ভালভার্দের এক শট ঠেকিয়ে দেন হেতাফের গোলরক্ষক। এমবাপ্পেও সুযোগ মিস করেন। ড্রিবলিংয়ে গোলরক্ষককে বোকা বানিয়েো ফাঁকা পোস্টে বল জড়াতে পারেননি তিনি। পরে আরও দুইবার সুযোগ নষ্ট করেন এমবাপ্পে। তবে এতে তার দলের জয় পেতে কোনো সমস্যা হয়নি।

১৪ ম্যাচে রিয়ালের সংগ্রহ এখন ৩৩ পয়েন্ট। শীর্ষে থাকা বার্সেলোনার চেয়ে মাত্র ১ পয়েন্ট কম নিয়ে দুইয়ে আছে আনচেলত্তির দল। তবে বার্সার চেয়ে রিয়াল এক ম্যাচ কম খেলেছে। তিনে থাকা আতলেতিকো মাদ্রিদ ১৫ ম্যাচে সংগ্রহ করেছেন ৩২ পয়েন্ট।

বাংলাদেশ সময়: ১০৫২ ঘণ্টা, ডিসেম্বর ০২, ২০২৪
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।