ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

ফুটবল

বদলে যাচ্ছে সাফের সময়সূচি

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪০ ঘণ্টা, ডিসেম্বর ৪, ২০২৪
বদলে যাচ্ছে সাফের সময়সূচি

অনূর্ধ্ব-২০ নারী সাফে ভারতের সঙ্গে যৌথভাবে বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ। প্রতিযোগিতার আরও একটি আসর বসার কথা বাংলাদেশে।

আগামী বছরের ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় ওই টুর্নামেন্টের দিন তারিখও ঠিক করা হয়েছিল। তবে সাফের পক্ষ থেকে জানানো হয়েছে পরিবর্তন হতে পারে টুর্নামেন্টের দিন তারিখ।  

মূলত এএফসি তাদের ক্যালেন্ডার পরিবর্তন করায় এমন সিদ্ধান্ত নিতে যাচ্ছে বলে জানিয়েছেন সাফের সাধারণ সম্পাদক আনোয়ারুল হক হেলাল। তিনি বলেন, ‘আমরা নতুন করে ক্যালেন্ডার সাজানোর চেষ্টা করছি। যেহেতু এএফসি তাদের ক্যালেন্ডার তাদের পরিবর্তন করেছে। এ কারণেই আমরা সাফের দিন তারিখ ঠিক করতে পারছি না। আপাতত তাই স্থগিত করা হচ্ছে। ’ 

মেয়েদের অনূর্ধ্ব-২০ সাফ গত আসর অনুষ্ঠিত হয়েছিল কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে। আসন্ন সাফের জন্য বঙ্গবন্ধু স্টেডিয়ামকে চেয়েছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। যদিও স্টেডিয়ামের সংষ্কার কাজ শেষ হয়নি পুরোপুরি। জানা গেছে, আগামী বছরের মে-জুনের আগে ফ্লাড লাইট বসানো যাচ্ছে না। সেক্ষেত্রে টুর্নামেন্ট বাংলাদেশ থেকে সরে যাবে কিনা তা নিয়ে দেখা দিয়েছে শঙ্কা।  

এই বিষয়ে জানতে চাওয়া হলে এখনই এই বিষয়ে মন্তব্য করার সময় নয় বলে জানিয়েছেন সাফের সাধারণ সম্পাদক। তিনি বলেন, ‘স্টেডিয়ামের ফ্লাড লাইটের কাজ চলমান। এটা নিয়ে এখন কিছু বলা যাচ্ছে না। এছাড়া টুর্নামেন্টের নতুন তারখি ঠিক হলে সেই পরিস্থিতি বিবেচনায় সিদ্ধান্ত নেওয়া হবে। ’

বাংলাদেশ সময়: ১৫৪০ ঘণ্টা, ডিসেম্বর ০৪, ২০২৪
এআর/আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।