ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

ফুটবল

সুমন রেজার গোলে আবাহনীর জয়

সিনিয়র করেসপন্ডেন্ট স্পোর্টস  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৬ ঘণ্টা, ডিসেম্বর ৭, ২০২৪
সুমন রেজার গোলে আবাহনীর জয়

প্রিমিয়ার লিগে টানা দুই ম্যাচে জয় পেল আবাহনী। আজ ঢাকা ওয়ান্ডারার্সকে ১-০ গোলে হারিয়েছে তারা।

ম্যাচে একমাত্র গোলটি করেছেন সুমন রেজা।  প্রথম ম্যাচে আবাহনী ফকিরেরপুল ইয়ং মেন্সকে ২-০ গোলে হারিয়ে যাত্রা শুরু করেছিল।  

কুমিল্লার ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে শুরু থেকেই আধিপত্য বিস্তার করে খেলে আবাহনী। তবে গোলের দেখা মিলছিল না তাদের। প্রথমার্ধে বেশ কিছু গোলের সুযোগ তৈরি করলে জাল খুঁজে পায়নি তারা।  

দ্বিতীয়ার্ধে আক্রমণের ধার বাড়ায় তারা। এর ধারাবাহিকতায় ম্যাচের ৫৮ মিনিটে হেড করে দলকে এগিয়ে দেন সুমন রেজা। ব্যবধান ধরে রেখে শেষ পর্যন্ত জয় নিয়েই মাঠ ছাড়ে আবাহনী।  

মৌসুমে শুরুর দুই ম্যাচই জিতলেও তৃতীয় স্থানে আছে আকাশী জার্সি ধারীরা। দুই রাউন্ড শেষে তিনটি দলের পয়েন্ট সমান ৬, গোল ব্যবধানে এগিয়ে থেকে শীর্ষে আছে মোহামেডান, দুইয়ে রহমতগঞ্জ।

দিনের অন্য ম্যাচে ফকিরেরপুলকে ৪-১ গোলে হারিয়েছে বাংলাদেশ পুলিশ। পুলিশের হয়ে জোড়া গোল করেছেন আল আমিন। অন্য গোল দুটি করেছেন জয়ন্ত কুমার রায় এবং মানিক হোসেন মোল্লা। ফকিরেরপুলের একমাত্র গোলটি করেছেন উজবেকিস্তানের ফুটবলের আকবির তুরায়েভ।

আরেক ম্যাচে বসুন্ধরা কিংসারে অ্য‌ারেনায় ফর্টিস এফসির সঙ্গে ১-১ ব্যবধানে ড্র করেছে ব্রাদার্স ইউনিয়ন। ফর্টিসের হয়ে গোল করেন পা ওমার বাবু। ব্রাদার্সের হয়ে গোল করেন গাম্বিয়ার ফুটবলার জাকারিয়া।

বাংলাদেশ সময় : ১৭৩৪ ঘণ্টা, দীসেম্বর ৭, ২০২৪
এআর/এএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।