ঢাকা, শনিবার, ৬ পৌষ ১৪৩১, ২১ ডিসেম্বর ২০২৪, ১৮ জমাদিউস সানি ১৪৪৬

ফুটবল

কার হাতে উঠবে ফিফা দ্য বেস্ট

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৬ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০২৪
কার হাতে উঠবে ফিফা দ্য বেস্ট

আর মাত্র কয়েক ঘণ্টা পর জানা যাবে, ফিফার বর্ষসেরা কে হচ্ছেন। এক বিজ্ঞপ্তিতে ফিফা এমনটাই জানিয়েছে, আজ বাংলাদেশ সময় রাত ১১টায় পুরস্কার ঘোষণা করা হবে।

কাতারের রাজধানী দোহায় বিখ্যাত এস্পায়ার একাডেমি থেকে ফিফা+ এর মাধ্যমে ডিজিটালি অনুষ্ঠানটি লাইভ করা হবে।  

ফিফা জানিয়েছে, ২০২৩ সালের ২১ আগস্ট থেকে ২০২৪ সালের ১০ আগস্ট পর্যন্ত সময়ের পারফরম্যান্স বিবেচনায় নিয়ে দেওয়া হবে ফিফার পুরস্কারটি। এবারের সম্ভাব্য বর্ষসেরা হিসেবে দুটি নাম সামনে আসছে- ভিনিসিয়ুস জুনিয়র ও রদ্রি। এর মধ্যে রদ্রি কিছুদিন আগে ভিনিকে টপকে জিতেছেন ব্যালন ডি'অর। ফিফা বর্ষসেরার লড়াইও হবে এই দুজনের মধ্যেই।

পুরস্কারটির মাধ্যমে ক্লাব এবং আন্তর্জাতিক পর্যায়ে বছরের সেরা ফুটবলার, গোলরক্ষক, কোচ এবং গোলদাতাদের সম্মান জানানো হয়। এবারের আসরে সমর্থকরা বিজয়ী নির্বাচন প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। ফিফা ডট কম-এ ভোট দেওয়ার সুযোগ রাখা হয়েছিল। ছেলে ও মেয়েদের ফুটবলে সেরা ফুটবলার, সেরা কোচ, সেরা গোলকিপার পুরস্কারগুলোতে সমর্থকদের ভোট, জাতীয় দলের বর্তমান অধিনায়ক ও কোচ এবং মিডিয়া প্রতিনিধিদের ভোটের সমান মূল্যমান থাকবে।

তবে ‘ফিফা ফ্যান অ্যাওয়ার্ড’-এর বিজয়ী একমাত্র সমর্থকদের ভোটের মাধ্যমে নির্ধারিত হবে, আর ‘ফিফা ফেয়ার প্লে অ্যাওয়ার্ড’ বিজয়ী নির্বাচিত করবেন বিশেষজ্ঞদের একটি প্যানেল। নতুন ‘মার্তা অ্যাওয়ার্ড’ এবং ‘ফিফা পুসকাস অ্যাওয়ার্ড’-এর বিজয়ী নির্বাচন করা হবে সমর্থকদের ভোট এবং ফিফা লেজেন্ডস প্যানেলের যৌথ সিদ্ধান্তের ভিত্তিতে। যেখানে দুই পক্ষের ভোটের মান সমান থাকবে।

এবারের ভোটিং প্রক্রিয়ায় নতুনত্ব হলো, সমর্থকরা প্রথমবারের মতো ‘দ্য বেস্ট ফিফা মেনস ইলেভেন’ এবং ‘দ্য বেস্ট ফিফা উইমেনস ইলেভেন’ বেছে নেওয়ার সুযোগ পাবেন। সমর্থকরা ৭৭ জন মনোনীত খেলোয়াড় (২২ জন ডিফেন্ডার, ২২ জন মিডফিল্ডার, ২২ জন ফরোয়ার্ড এবং ১১ জন গোলকিপার)-এর তালিকা থেকে খেলোয়াড় নির্বাচন করে নির্দিষ্ট ট্যাকটিকাল ফরমেশনে তাদের দল গঠন করতে পারবেন। সমর্থকদের ভোট এবং বিশেষজ্ঞ প্যানেলের ভোটের মান সমানই থাকবে।  

এছাড়া পরিবর্তন আনা হয়েছে ‘ফিফা পুসকাস অ্যাওয়ার্ড’-এ। পুরুষদের ফুটবলে সেরা গোলের পুরস্কারটি যেকোনো চ্যাম্পিয়নশিপ বা ঘরোয়া ফুটবল থেকে নির্বাচিত হতে পারবে। নারী ফুটবলে সেরা গোলকে সম্মান জানাতে নতুনভাবে ব্রাজিলিয়ান কিংবদন্তি মার্তার নামে দেওয়া হবে ‘ফিফা মার্তা অ্যাওয়ার্ড’।  

সংক্ষিপ্ত তালিকায় যারা

ফিফা দ্য বেস্ট পুরস্কার: লিওনেল মেসি, রদ্রি, জুড বেলিংহাম, কিলিয়ান এমবাপ্পে, ভিনিসিয়ুস জুনিয়র, দানি কারভাহাল, আর্লিং হলান্ড, টনি ক্রুস, ফেদেরিকো ভালভের্দে, ফ্লোরিয়ান রিৎজ ও লামিনে ইয়ামাল।

ছেলেদের বিভাগে বর্ষসেরা কোচের পুরস্কার: জাবি আলোনসো (লেভারকুসেন), কার্লো আনচেলত্তি (রিয়াল মাদ্রিদ), লা দেলা ফুয়েন্তে (স্পেন), পেপ গার্দিওলা (ম্যানচেস্টার সিটি), লিওনেল স্কালোনি (আর্জেন্টিনা)।  

বর্ষসেরা গোলকিপারের পুরস্কার: জিয়ানলুইজি দোন্নারুম্মা, এদেরসন, আন্দ্রে লুনিন, মাইক মাইনিয়ঁ, এমিলিয়ানো মার্তিনেজ, দাভিদ রায়া, উনাই সিমন।

বর্ষসেরা নারী ফুটবলারের পুরস্কার: বারব্রা বান্দা, ওনা ব্যাটলে, আইতানা বোনামাতি, লুসি ব্রোঞ্জ, মারিওনা কালদেন্তে, তাবিথা চাওয়িংগা, নাওমি গিরমা, ক্যারোলিন গ্রাহাম হানসেন, লরেন হেম্প, লিন্ডসে হোরান, সালমা পারাউয়েলো, ট্রিনিটি রোডম্যান, খাদিজা শ, সোফিয়া স্মিথ, ম্যালোরি সোয়ানসন, কিরা ওয়ালশ।

সেরা নারী কোচের পুরস্কার: আর্থুর ইলিয়াস (ব্রাজিল), সোনিয়া বোমপাস্তোর (লিওঁ/চেলসি), জোনাথন গিরালদেজ (বার্সেলোনা/ওয়াশিংটন স্পিরিট), এমা হায়েস (চেলসি/যুক্তরাষ্ট্র), ফুতোশি ইকেদা (জাপান), গ্যারেথ টেইলর (ওয়েরক্স হাম), এলেনা সাদিকু (সেল্টিক), সান্দ্রিনে সুবেয়ারন্ড (প্যারিস এফসি)।
    
সেরা নারী গোলরক্ষকের পুরস্কার: আন-কাথরিন বের্গের, কাটা কোল, ম্যারি এরাপস, অ্যালিসা নায়েহের, আয়াকা ইয়ামাশিতা।

পুরুষদের সেরা গোলের পুসকাস পুরস্কার: হাসান আল হাইদোস, টেরি এন্থোনিস, ইয়াসিন বেনজিয়া, ওয়াল্টার বো, মাইকেল চিরিনোস।

নারীদের সেরা গোলের মার্তা পুরস্কার: মার্তা, ডেলফিন কাসকারিনো, মারিনা হেগেরিং, সাকিনা কারশাউই, পাউলিনা ক্রুমবিয়েগেল, নাইনা মাতেজিচ, বেথ মেড, গুসেপ্পিনা মোরাকা, আসিসাত ওশোয়ালা, মায়রা পেলায়ো ও ট্রিনিটি রোডম্যান।

বাংলাদেশ সময়: ১৭৫৬ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০২৪
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।