বাংলাদেশি বংশোদ্ভূত ইংল্যান্ডের ফুটবলার হামজা চৌধুরীকে দেশের জার্সিতে খেলতে অনেক আগে থেকেই চেষ্টা করছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। ইতোমধ্যেই বাংলাদেশী পাসপোর্ট হাতে পেয়েছেন হামজা চৌধুরী।
তবে এই নিয়ে কিছু জানায়নি বাফুফে। আজ সামাজিক যোগাযোগ মাধ্যম ইন্সটাগ্রামে এক পোস্ট দিয়ে আলোচনায় তিনি। ইংল্যান্ড সময় দুপুর ১ টায় বিশেষ ঘোষণা দেওয়ার কথা জানিয়েছেন হামজা। এরপর থেকেই নেটিজেনদের মধ্যে চলছে আলোচনা।
কি বিশেষ ঘোষণা দিতে চলেছেন হামজা চৌধুরী? তবে কি দেশের ফুটবলপ্রেমীদের প্রত্যাশা পূরণ হওয়ার পথে? লাল সবুজের জার্সিতে খেলার কথাই কি বলবেন তিনি? সব প্রশ্নের উত্তর মিলবে বাংলাদেশ সময় সন্ধ্যা সাতটায়। হামজা তার ইন্সটাগ্রামে কি জানান তা জানার অপেক্ষায় সকলেই।
ইতোমধ্যে হামজার এই পোস্ট ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে। বাংলাদেশের ফুটবলপ্রেমীরা ধারণাই করে নিয়েছে দেশের হয়ে খেলার ঘোষণা দিবেন তিনি। যদিও এ বিষয়ে বাফুফে এবং হামজার কারও পক্ষ থেকেই কিছু জানানো হয়নি।
উল্লেখ্য, বাংলাদেশের হয়ে খেলতে ইতোমধ্যে পাসপোর্ট হাতে পেয়েছেন হামজা চৌধুরী। মিলেছে ইংল্যান্ড ফুটবলের পক্ষ থেকেও অনুমতি পত্র। এখন শুধু অপেক্ষা ফিফা প্লেয়ার স্ট্যাটাস কমিটির সম্মতির।
বাংলাদেশ সময়: ১৬৫৫ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০২৪
এআর/আরইউ