ঢাকা, শনিবার, ৬ পৌষ ১৪৩১, ২১ ডিসেম্বর ২০২৪, ১৮ জমাদিউস সানি ১৪৪৬

ফুটবল

হামজা এখন বাংলাদেশের

সিনিয়র করেসপন্ডেন্ট স্পোর্টস  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৬ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০২৪
হামজা এখন বাংলাদেশের

আন্তর্জাতিক ফুটবলে বাংলাদেশের হয়ে খেলার অনুমতি পেয়েছেন হামজা চৌধুরী। এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

এখন কেবল তার মাঠে নামের অপেক্ষা।

এক ভিডিও বার্তায় হামজা বলেন, ‘সব কিছু ঠিকমতো চলছে। বাংলাদেশের হয়ে খেলতে অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করছি। আশা করছি, শিগগিরই দেখা হবে। ’

এছাড়া এদিন সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে নিজের ইন্সটাগ্রামে তিনি লিখেছেন, ‘অবশ্যই ইংল্যান্ড আমার বাড়ি, কিন্তু বাংলাদেশও তাই। আমার জন্মভূমিতে ফিরে যেতে এবং আমি যাদের সঙ্গে বড় হয়েছি তাদের প্রতিনিধিত্ব করতে পারা, এটি আমার কাছে সবকিছুর ঊর্ধ্বে। এতে আমি অনেক আনন্দ ও গর্ববোধ করছি। ’

বাংলাদেশি পাসপোর্ট আগেই হাতে পেয়েছেন হামজা। গত ২৪ সেপ্টেম্বর এফএ তাকে বাংলাদেশের জার্সিতে খেলার ব্যাপারে অনাপত্তিপত্র দেয়। পরের পদক্ষেপ হিসেবে ফিফার প্লেয়ার স্ট্যাটাস কমিটির কাছে আবেদন করে বাফুফে। এই কমিটির কাছ থেকে আনুষ্ঠানিকভাবে চিঠি পেয়েছে তারা।  

ইংলিশ প্রিমিয়ার লিগে বর্তমানে লেস্টার সিটির হয়ে খেলেন হামজা। বাংলাদেশি পরিবার ও নিজের ইচ্ছায় বাংলাদেশ জাতীয় দলের হয়ে খেলতে চান তিনি। এর আগে হামজা ইংল্যান্ড যুব দলের হয়ে খেলেছেন।

হামজার জন্ম ইংল্যান্ডে হলেও তার মা বাংলাদেশি। মায়ের বাড়ি সিলেট বিভাগের হবিগঞ্জ জেলায়।  

বাংলাদেশ সময়  : ১৯১৬ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০২৪
এআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।