প্রথমার্ধে এক গোলের পর দ্বিতীয়ার্ধে আরও দুই গোল দিয়ে সহজ জয়ের দিকে এগোতে থাকে টটেনহাম হটস্পার। কিন্তু নাটকের তখনো ঢের বাকি।
ঘরের মাঠে শেষ পর্যন্ত ৪-৩ গোলের জয়ে কারাবাও কাপের সেমিফাইনালে পা রাখে টটেনহাম। ৭ গোলের থ্রিলারে স্বাগতিকদের ১৫তম মিনিটে এগিয়ে দেন ডমিনিক সোলানকি। বিরতির পর ইউনাইটেড কিছু বুঝে ওঠার আগেই ব্যবধান দ্বিগুণ করেন দেয়ান কুলুসেভস্কি। ৫৪ মিনিটে আবারও জালে বল ফেলেন সোলানকি।
টানা তিন গোল হজমের পরও দমে যায়নি ইউনাইটেড। ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত ৬৩ মিনিটে জশুয়া জিরকির গোলে ব্যবধান কমায় তারা। ৭০ মিনিটে ফের রেড ডেভিলদের উল্লাসে ভাসান আমাদ দিয়ালো।
তাতে শঙ্কা তৈরি হয় স্পার শিবিরে। তবে ৮৮ মিনিটে দারুণ এক গোলে তা কিছুটা হলেও দূর করেন সন হিউং মিন। যদিও যোগ করে সময়ে ইউনাইটেডের হয়ে ব্যবধান কমান জনি ইভান্স।
জয়ের পর টটেনহাম কোচ বলেন, ‘আমি ফুটবল ভালোবাসি এবং যারা আনন্দ দেওয়ার জন্য মাঠে খেলতে নামে, তাদের খেলা দেখতে পছন্দ করি। আমরাও সাফল্য চাই, তবে সেটা সম্ভব হবে না যদি আমরা সবকিছু এমন জটিল করে ফেলি। কিন্তু এমনও না যে আমরা মাঠে নেমে ১-০ গোলের জয়ের জন্য খেলব। ’
বাংলাদেশ সময়: ১২২৩ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০২৪
এএইচএস