ঢাকা, শনিবার, ৬ পৌষ ১৪৩১, ২১ ডিসেম্বর ২০২৪, ১৮ জমাদিউস সানি ১৪৪৬

ফুটবল

হামজার কারণে দেশি ফুটবলাররা বিদেশি লিগে খেলার সুযোগ পাবেন, আশা তাবিথের

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৫ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০২৪
হামজার কারণে দেশি ফুটবলাররা বিদেশি লিগে খেলার সুযোগ পাবেন, আশা তাবিথের তাবিথ আউয়াল

বাংলাদেশের হয়ে খেলার অনুমতি পেয়েছেন হামজা চৌধুরী। তবে কবে নাগাদ লাল-সবুজ জার্সিতে তাকে দেখা যাবে তা এখনো নিশ্চিত নয়।

এনিয়ে বরং আশার বাণীই শোনালেন বাফুফে সভাপতি তাবিথ আউয়াল। তার মতে, হামজার কারণে দেশি ফুটবলারদের বিদেশি লিগে খেলার সুযোগ তৈরি হতে পারে।

গুলশানে নিজ বাসভবনে বাংলাদেশ ফুটবলের উন্নয়ন ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কথা বলেন তাবিথ। স্বভাবতই সেখানে উঠে আসে হামজা প্রসঙ্গ। দেশি ফুটবলারদের মধ্যে সবশেষ বিদেশি লিগে খেলেছেন জামাল ভূঁইয়া। ২০২৩ সালে আর্জেন্টিনার তৃতীয় বিভাগের ক্লাব সোল দে মায়োতে খেলেন তিনি। এছাড়া হামজা তো ইংলিশ প্রিমিয়ার লিগে খেলছেনই।

বাফুফে সভাপতি বলেন, ‘অনেক ভালো ভালো বাংলাদেশি বংশোদ্ভূত খেলোয়াড় বিদেশে খেলছে কিংবা বড় হচ্ছে তাদের বিষয়ে আমরা খোঁজখবর রাখছি। আমরা আশা করি আগামী দিনগুলোতে আমরা আরও কিছু প্রবাসী বাংলাদেশিকে চিহ্নিত করে বাংলাদেশের হয়ে খেলার জন্য অনুপ্রেরণা দিতে পারব। ’ 

‘আন্তর্জাতিক অঙ্গনে আমরা যেন শক্তিশালী দল গড়তে পারি এমনটাই চাইছে সকালে। ভালো খেলার পরিবেশ তৈরি করতে পারি। হামজার মতো বড় মাপের খেলোয়াড় যখন আসে তখন দেশি খেলোয়াড়দের বিদেশে খেলার সুযোগ তৈরি হতে পারে। হামজাকে আমরা আলাদা হিসেবে দেখতে চাচ্ছি না। হামজাকে আমরা দেখতে চাই বাংলাদেশের একটা সুযোগ হিসেবে। দেশের খেলোয়াড়রা বিদেশের ভালো ভালো লিগে খেলার সুযোগ পাবে। ’


প্রবাসী ফুটবলারদের মানিয়ে নেওয়ার ক্ষেত্রে সবচেয়ে বড় বাধা দেশের পরিবেশ। অতীতে অনেকেই আবহাওয়ার সঙ্গে খাপ খাইয়ে নিতে পারেননি। তবে জামাল ভুঁইয়া ও তারিক কাজীরা শক্ত উদাহরণই তৈরি করেছেন। হামজাও সেই পথে হাঁটবেন বলে আশা করেন তাবিথ।  
তিনি বলেন, ‘এক্ষেত্রে আপনাদের দেখতে হবে অতীতে কী হয়েছিল। এর আগে জামাল ভূঁইয়া এসেছিল, তারেক কাজী এসেছিল। এরকম যখন অন্য দেশের অন্য লিগের খেলোয়াড় এসেছিল তাদের সঙ্গে আমরা ধাপে ধাপে মানিয়ে নিয়েছি। ’ 

‘বাংলাদেশের খেলার সঙ্গে হামজার খেলা কেমন হবে তা পরে নির্ধারণ করা যাবে। জাতীয় দল কমিটি গঠন হলে তাদের এটা নিয়ে ভাবতে হবে। সবচেয়ে বড় বিষয় জাতীয় দলের যিনি কোচ হবেন তিনি হামজার সঙ্গে দল কতটা মানিয়ে নিতে পারে সেদিকে খেয়াল রাখবেন। ’ 

জাতীয় দলের বর্তমান কোচ হাভিয়ের কাবরেরার সঙ্গে চুক্তি আছে ৩১ ডিসেম্বর পর্যন্ত। তার মেয়াদ বাড়ানো হবে কি না সে ব্যাপারে অবশ্য ধোঁয়াশা রয়েছে। বাফুফে সভাপতি এবারও সেই ধোঁয়াশার মধ্যেই রাখলেন।

তিনি বলেন, ‘বর্তমান কোচের সঙ্গে ৩১ ডিসেম্বর পর্যন্ত চুক্তি রয়েছে। আগামী বছরের পরিকল্পনা অনুযায়ী নতুন কোচ নিয়োগের বিষয়টি জানানো হবে। তবে এখনই এ নিয়ে মন্তব্য করতে চাই না। ’  

বাংলাদেশ সময়: ১৪৩১ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০২৪
এএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।