ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

ফুটবল

ওয়ান্ডারার্সে আটকে গেল ফর্টিস

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৫ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০২৪
ওয়ান্ডারার্সে আটকে গেল ফর্টিস ফর্টিস এফসি/সংগৃহীত ছবি

গত সপ্তাহেই ফেডারেশন কাপে বসুন্ধরা কিংসকে হারিয়ে চমকে দিয়েছিল ফর্টিস এফসি। কিংস অ্যারেনায় মোহামেডানের পর দ্বিতীয় দল হিসেবে কিংসকে হারায় ফর্টিস।

 

ঐতিহাসিক জয়ের রশদ নিয়েই শনিবার প্রিমিয়ার লিগের খেলায় মাঠে নামে দলটি। কিন্তু উড়তে থাকা ফর্টিসকে টেনে মাটিতে নামিয়েছে ঢাকা ওয়ান্ডারার্স। পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছেড়েছে দুই দল।

বসুন্ধরা কিংস অ্যারেনায় ফর্টিসের বিপক্ষে আজকের ম্যাচে ১-১ গোলে ড্র করে ঢাকা ওয়ান্ডারার্স।

খেলার ৩৭তম মিনিটে ওয়ান্ডারার্সকে এগিয়ে দেন সাকিব বেপারি। ওই এক গোলের লিড নিয়ে বিরতিতে যায় পুরান ঢাকার ক্লাবটি। দ্বিতীয়ার্ধে অবশ্য শুরুতেই ফর্টিসকে খেলায় ফেরান ভ্যালেনি গ্রিসিন। বক্সের কয়েক গজ সামনে ফ্রি কিক থেকে বাঁ পায়ের শটে সরাসরি জাল খুঁজে নেন দলটির ইউক্রেনের স্ট্রাইকার। ১-১ সমতায় ফেরার পর অবশ্য চেষ্টা করেও আর কোনো দল এগিয়ে যেতে পারেনি। শেষ পর্যন্ত পয়েন্ট ভাগাভাগি করেই মাঠ ছাড়তে হয় দুই দলকে।  

দীর্ঘ বিরতির পর এবারের মৌসুমে লিগে উঠে আসে ওয়ান্ডারার্স। টানা তিন ম্যাচ হারের পর অবশেষে পয়েন্টের দেখা পেল শাহাদাত হোসেনের দল। লিগে অবশ্য প্রথম দুই ম্যাচে জয়ের দেখা পায়নি ফর্টিসও। তবে তৃতীয় ম্যাচে তারা ৩-০ গোলে হারায় ফকিরেরপুল ইয়াংমেন্স ক্লাবকে। লিগে সেই জয়ের ধারা অবশ্য ধরে রাখতে পারেনি ক্লাবটি।  

ফকিরেরপুল অবশ্য দিনের অপর খেলায় পেয়েছে লিগে নিজেদের প্রথম জয়। আগের তিন ম্যাচে হেরে কোণঠাসা হয়ে পড়েছিল দলটি। তবে ময়মনসিংহের রফিক উদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে পেয়েছে কাঙ্ক্ষিত জয়ের দেখা। ২-০ গোলে তারা হারিয়েছে চট্টগ্রাম আবাহনীকে। এ নিয়ে টানা চার ম্যাচেই হারল বন্দর নগরীর ক্লাবটি।  

শনিবারের সবচেয়ে আকাঙ্ক্ষিত ম্যাচ ছিল ব্রাদার্স ইউনিয়ন ও রহমতগঞ্জের মধ্যকার খেলাটি। সর্বশেষ মৌসুমে দুই দলই শেষ করেছিল পয়েন্ট টেবিলের তলানীতে থেকে। তবে নতুন মৌসুমে দারুণ উদ্দমী ক্লাব দুটি। আবাহনীর বেশ কয়েকজন খেলোয়াড় দলে ভিড়িয়ে শক্তি বাড়িয়েছে রহমতগঞ্জ। ব্রাদার্সও ফিরেছে পুরোনো ঐতিহ্যের ছাপ। শনিবারের আগে তিন রাউন্ডের পর দুই দলই টেক্কা দিয়েছে দেশের বড় কয়েকটি ক্লাবটি। অন্তত পয়েন্ট টেবিলের সেরা পাঁচের মধ্যে থাকা সেটিই প্রমাণ করে।

কাগজে কলমে ও শক্তি-সামর্থে প্রায় কাছাকাছি মানের দুই দলের লড়াই দেখার অপেক্ষা ছিল সমর্থকদের। তবে এদিন এগিয়ে গেছে পুরান ঢাকার ক্লাব রহমতগঞ্জ। তারা ৩-১ ব্যবধানে হারিয়ে দিয়েছে ব্রাদার্সকে। দারুণ এই জয়ে পয়েন্ট টেবিলে ঢাকা আবাহনী ও কিংসের মতো দলকে টপকে সেরা দুইয়ে উঠে এল রহমতগঞ্জ। তাদের সংগ্রহ ৯ পয়েন্ট। চার খেলায় সমান ৯ পয়েন্ট নিয়ে তিনে আবাহনী।  

শতভাগ জয়ের সুবাদে ১২ পয়েন্ট পেয়ে টেবিলের শীর্ষে মোহামেডান স্পোর্টিং ক্লাব। রহমতগঞ্জের কাছে হেরে ৭ পয়েন্ট নিয়ে তালিকার চারে নেমে গেছে গোপীবাগের ক্লাব ব্রাদার্স। সমান ৬ পয়েন্ট নিয়ে যথাক্রমে পাঁচ ও ছয়ে কিংস ও বাংলাদেশ পুলিশ এফসি। ৫ পয়েন্ট পাওয়া ফর্টিসের অবস্থান সাতে।

বাংলাদেশ সময়: ১৮২২ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০২৪
এআর/এমএইচএম
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।