ঢাকা, বুধবার, ২৪ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

ফুটবল

ঘরোয়া ফুটবলের সূচিতে পরিবর্তন

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪২ ঘণ্টা, জানুয়ারি ৬, ২০২৫
ঘরোয়া ফুটবলের সূচিতে পরিবর্তন

ঘরোয়া ফুটবলের মাঝপথে সূচিতে পরিবর্তন আনতে হয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে। কুমিল্লার ভেন্যুর জন্য প্রিমিয়ার লিগের তিন ম্যাচের সূচিতে পরিবর্তন আনতে হয়েছে।

কুমিল্লার ইবনে তাইমিয়া স্কুল এন্ড কলেজের পুনর্মিলনীর কারণে বদলে গেল পেশাদার লিগের সূচি। সপ্তম রাউন্ডে ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামের দুই ম্যাচ বদলে দিতে বাধ্য হয়েছে ফেডারেশন।

জাতীয় ক্রীড়া পরিষদ কুমিল্লার এই ভেন্যুতে অনুষ্ঠান আয়োজন এর অনুমতি দিয়েছিল আগেই। গত ৩১ অক্টোবর এই অনুষ্ঠান আয়োজনের অনুমতি দেয়া হয়। এখন শুক্রবার মোহামেডান আর শনিবার আবাহনীর হোম ম্যাচ বদলে হয়ে যাবে অ্যাওয়ে।  

পরিবর্তিত সূচিতে মুন্সিগঞ্জে রহমতগঞ্জের আতিথ্য নেবে সাদাকালোরা আর পরদিন ময়মনসিংহে চট্টগ্রাম আবাহনীর অতিথি ঢাকার আকাশী নীলরা। সপ্তম রাউন্ডের ওই দুই ম্যাচের ভেন্যু নিশ্চিত করতে সূচি বদলেছে আরেক ম্যাচের। ময়মনসিংহে পুলিশ-ফরটিস ম্যাচ একদিন এগিয়ে হবে ১০ জানুয়ারি।

বাংলাদেশ সময়: ২০৪২ ঘণ্টা, জানুয়ারি ০৬, ২০২৫
এআর/আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।