ঢাকা, রবিবার, ১৩ বৈশাখ ১৪৩২, ২৭ এপ্রিল ২০২৫, ২৮ শাওয়াল ১৪৪৬

ফুটবল

ক্লাবের জন্য খেলে, দেশের জন্য নয়—ব্রাজিলের ফুটবলারদের সমালোচনায় রোমারিও

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১০ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০২৫
ক্লাবের জন্য খেলে, দেশের জন্য নয়—ব্রাজিলের ফুটবলারদের সমালোচনায় রোমারিও ব্রাজিলের জার্সিতে রোমারিও/সংগৃহীত ছবি

ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার রোমারিও বর্তমান ব্রাজিল জাতীয় দলের সমালোচনা করে বললেন, তাদের মধ্যে জয়ের ক্ষুধা আগের মতো নেই।  

ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম ‘গ্লোবো’কে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, "আমাদের প্রজন্মের জয়ের ক্ষুধা ছিল আরও বেশি।

তারা যদি বুঝতে পারে, জয়ের জন্য এই ক্ষুধা কতটা জরুরি, তাহলে হয়তো তারা আবার জিতবে। "

রোমারিও আরও বলেন, "আমি দেখি এখনকার ফুটবলাররা ক্লাবের জন্য অনেক বেশি খেলছে, জাতীয় দলের জন্য ততটা নয়। জানি না তারা ইচ্ছা করে খেলার গতি কমায় কিনা, তবে মনোভাবের পার্থক্য স্পষ্ট। আমাদের সময়ে আমরা ক্লাব এবং জাতীয় উভয়ের জন্যই সমান নিবেদিত ছিলাম। এটা বড় পার্থক্য। "

রোমারিও ব্রাজিলের হয়ে ৭০ ম্যাচে ৫৫টি গোল করেছেন। তিনি ১৯৯৪ সালের যুক্তরাষ্ট্র বিশ্বকাপের চ্যাম্পিয়ন, ১৯৮৯ ও ১৯৯৭ সালের কোপা আমেরিকা এবং ১৯৯৭ সালের কনফেডারেশনস কাপ জিতেছিলেন। তিনি বলেন, "জাতীয় দল অন্যরকম। আমি গর্বিত যে দলটির হয়ে খেলেছি, বিশেষ করে যে সব শিরোপা জিতেছি। জাতীয় দল আমার ক্যারিয়ারকে বিশেষ করে তুলেছিল। আমি সব সময় জীবন দিয়ে খেলেছি। "

সাবেক এই স্ট্রাইকার আরও স্বীকার করেন, ফিটনেসের গুরুত্ব কতটা, বিশেষ করে অবসরের পর তা টের পেয়েছেন, "খেলোয়াড়ি জীবনে ফিটনেস অনেক গুরুত্বপূর্ণ। ধীরে ধীরে যখন সেটা হারাতে শুরু করলাম, বুঝলাম, থামার সময় এসে গেছে। যদিও সেটা কঠিন ছিল। অবসরের পর প্রথম কয়েক মাস, এমনকি প্রথম বছরটাও, বারবার মনে হতো, আরও কিছুদিন খেলতে পারতাম। "

কয়েক সপ্তাহ আগে নিজের ইউটিউব চ্যানেলে আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচের আগে রাফিনহাকে সাক্ষাৎকার দেন রোমারিও। সেখানে রাফিনহা বলেন, "আমরা আর্জেন্টিনাকে হারাবো। " কিন্তু শেষ পর্যন্ত ব্রাজিল ১-৪ গোলে পরাজিত হয়। এ নিয়ে পরে রোমারিও মন্তব্য করেন, "ওর কথার প্রভাব বেড়ে যায় কারণ তারা বাজেভাবে হেরেছে। এখন যারা মাঠে আছে, তাদের হারানো মানে তরুণ খেলোয়াড়দের হারানো। "

বাংলাদেশ সময়: ১৮১০ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০২৫
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।