ঢাকা, শনিবার, ২ কার্তিক ১৪৩২, ১৮ অক্টোবর ২০২৫, ২৫ রবিউস সানি ১৪৪৭

ফুটবল

‘ভাগ্যটাই খারাপ ছিল’, হংকংয়ের মাঠে জামালদের স্বপ্নভঙ্গ নিয়ে বললেন ঋতুপর্ণা

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:২৪, অক্টোবর ১৮, ২০২৫
‘ভাগ্যটাই খারাপ ছিল’, হংকংয়ের মাঠে জামালদের স্বপ্নভঙ্গ নিয়ে বললেন ঋতুপর্ণা ঋতুপর্ণা চাকমা/সংগৃহীত ছবি

হংকংয়ের বিপক্ষে শেষ মুহূর্তের গোলে এএফসি এশিয়ান কাপের স্বপ্ন শেষ হয়ে গেছে বাংলাদেশ পুরুষ ফুটবল দলের। জয়ের খুব কাছে গিয়েও ১-১ গোলের ড্র নিয়ে মাঠ ছাড়তে হয়েছে হামজা-জামালদের।

এই ফলাফলে যখন সমর্থকরা হতাশায় ডুবছেন, তখন তাদের পাশে দাঁড়ালেন বাংলাদেশ নারী ফুটবল দলের তারকা উইঙ্গার ঋতুপর্ণা চাকমা। তার মতে, দল খারাপ খেলেনি, কেবল ভাগ্যই সহায় ছিল না।

ভুটানের নারী লিগে পারো এফসির হয়ে মাঠ মাতিয়ে সদ্যই দেশে ফিরেছেন ঋতুপর্ণা। গতকাল বাফুফে ভবনের সামনে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ‘আমাদের ছেলেরা সত্যিই খারাপ খেলেনি। কিন্তু ফুটবলে ভাগ্য অনেক বড় একটা ব্যাপার। আমি বলব, এটা স্রেফ দুর্ভাগ্য ছাড়া আর কিছুই নয়। ’

দেশে ফিরেই জাতীয় দলের ম্যাচ দুটি গভীর মনোযোগের সঙ্গে দেখেছেন ঋতুপর্ণা। তিনি যোগ করেন, ‘দলটা শেষ পর্যন্ত মনপ্রাণ দিয়ে লড়েছে। হংকংয়ের বিপক্ষে জয়ের দারুণ সুযোগ ছিল, কিন্তু ফিনিশিংটা ঠিকঠাক হয়নি। ’

শুধু ছেলেদের দল নয়, অনূর্ধ্ব-১৭ নারী দলের খেলাও দেখেছেন তিনি। শুক্রবার রাতে চাইনিজ তাইপের কাছে ৫-০ গোলে হেরে অর্পিতা বিশ্বাসদের বাছাইপর্বের অভিযান শেষ হয়। এ প্রসঙ্গে ঋতুপর্ণা বলেন, ‘মেয়েরা তাদের সর্বোচ্চ চেষ্টা করেছে, কিন্তু তাইপে অনেক বেশি শক্তিশালী দল ছিল। দুই দলের পার্থক্যটা ছিল স্পষ্ট। ’

এদিকে, বাংলাদেশ সিনিয়র নারী দল বর্তমানে থাইল্যান্ড সফরের প্রস্তুতি নিচ্ছে। আগামী ২১ অক্টোবর ফিফা উইন্ডোতে থাইল্যান্ডের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে সাবিনা-মনিকারা। এই সফরের প্রস্তুতির জন্যই ভুটান লিগের খেলা শেষ না করে দেশে ফিরতে হয়েছে ঋতুপর্ণা, মনিকা চাকমাসহ বেশ কয়েকজন তারকাকে।

গতকাল চট্টগ্রামের কোরিয়ান ইপিজেড থেকে নারী দলের আরও কয়েকজন ফুটবলার ক্যাম্পে যোগ দিয়েছেন। ভুটানে খেলা দুই শামসুন্নাহার, কৃষ্ণা রানী সরকার, তহুরা খাতুন এবং মারিয়া মান্ডাদেরও আগামীকাল ক্যাম্পে যোগ দেওয়ার কথা রয়েছে।

সবশেষে ইতিবাচক সুরেই ঋতুপর্ণা বলেন, ‘হার-জিত খেলারই অংশ। আমি বিশ্বাস করি, আমাদের ছেলে ও মেয়ে দুই দলই ভবিষ্যতে আরও শক্তিশালী হয়ে মাঠে ফিরবে। ’

এআর/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

ফুটবল এর সর্বশেষ