ঢাকা: বিশ্বকাপে টিকে থাকতে ‘সি’ গ্রুপে জাপান ও গ্রিসের খেলার প্রথমার্ধ গোলশূন্য অবস্থায় শেষ হয়েছে। খেলার ৩৮ মিনিটে গ্রিসের মিডফিল্ডার কস্টাস কাস্তোরানিস দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন।
১০ জনে পরিণত হওয়া দল পেয়ে বেশ কিছু আক্রমণে গেলেও প্রথমার্থে কোনো গোল পায়নি জাপান।
খেলার শুরু থেকেই জাপানের আক্রমণের মুখে পড়তে হয় গ্রিসকে। খেলার ২ মিনিটে ২০ গজ দূর থেকে ইয়ামাগুচির নেওয়া শট আটকে দেন গ্রিসের ডিফেন্ডর মানোলাস। এরপর ১১ মিনিটে পাল্টা আক্রমণে মাঝমাঠ থেকে বল নিয়ে জোরালো শট করেন গ্রিস মিডফিল্ডার কোনে। আগে থেকেই প্রস্তুত জাপান গোলরক্ষককে কোনের শট আটকাতে বেগ পেতে হয়নি।
খেলার ১২ মিনিটে গ্রিসের খেলোয়াড় মানিয়াটিসকে ফাউল করে ম্যাচের প্রথম কার্ড দেখেন জাপানের মিডফিল্ডার মাকোতো হাসেবে।
১৯ মিনিটে উচিদার ডায়াগোনাল পাস থেকে পাওয়া সুযোগ দুর্বল শট নিয়ে নষ্ট করেন জাপানের ফরোয়ার্ড ওসাকো। এ সময় পর্যন্ত খেলায় বল দখলে জাপানের আধিপত্য দেখা গেলেও, আকমণ ভাগে সৃজনশীলতার অভাবে গোল করতে ব্যর্থ হন জাপানের ফরোয়ার্ড খেলোয়াড়েরা।
বাংলাদেশ সময়: ০৪৪৫ ঘণ্টা, জুন ২০, ২০১৪