ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

বিশ্বকাপে শুক্রবারের ৩ ম্যাচ

ওয়ার্ল্ড কাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৯ ঘণ্টা, জুন ২০, ২০১৪
বিশ্বকাপে শুক্রবারের ৩ ম্যাচ

ঢাকা: ব্রাজিল বিশ্বকাপের নবম দিন শুক্রবার মাঠে গড়াবে তিনটি ম্যাচ।

দিনের প্রথম খেলায় বাংলাদেশ সময় রাত ১০টায় ব্রাজিলের রেসিফি শহরের অ্যারেনা পেরনামবুকো স্টেডিয়ামে গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হবে চারবারের বিশ্বকাপজয়ী ইটালি ও কোস্টারিকা।



ডি গ্রুপের এই দুই দলই নিজেদের প্রথম ম্যাচে জিতে পূর্ণ ৩ পয়েন্ট লাভ করেছে। শুক্রবারের ম্যাচে জয়লাভকারী দলটি ৬ পয়েন্ট নিয়ে গ্রুপের প্রথম দল হিসেবে দ্বিতীয় রাউন্ডে যাবে।

দিনের দ্বিতীয় খেলায় বাংলাদেশ সময় রাত ১টায় সালভেদর শহরের অ্যারেনা ফন্তে নোভা স্টেডিয়ামে মুখোমুখি হবে সুইজারল্যান্ড-ফ্রান্স।

নিজেদের প্রথম খেলায় জয়লাভের সুবাদে দুই দলেরই সুযোগ থাকছে ই গ্রুপের প্রথম দল হিসেবে দ্বিতীয় রাউন্ডে যাওয়ার।

দিনের শেষ খেলায় বাংলাদেশ সময় শনিবার ভোর ৪টায় কিউরিতিবা শহরের অ্যারেন‍া দ্য বাইজাদা স্টেডিয়ামে মুখোমুখি হবে ই গ্রুপের অপর দুই দল হন্ডুরাস ও ইকুয়েডর। নিজেদের প্রথম ম্যাচে পরাজিত হওয়ায় দল দুটি কোনো পয়েন্ট লাভ করতে পারেনি।

বাংলাদেশ সময়: ১০৩৯ ঘণ্টা, জুন ২০, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।