ঢাকা: ব্রাজিলের স্থানীয় দুটি বারে হামলা চালানোর অভিযোগে অন্তত ১৫ জনকে গ্রেফতার করেছে ব্রাজিলিয়ান পুলিশ। এ ঘটনায় ১০ জনকে হাসপাতালে নেয়া হয়েছে।
ঘটনাটি ঘটেছে সাও পাওলোতে অবস্থিত দুটি বারে। ইংল্যান্ড ও উরুগুয়ের মধ্যে ম্যাচ চলাকালীন সময়ে কিছু ব্রাজিলিয়ান প্রেটোল বোমা ছুঁড়ে মারেন। গুয়ানাবারা এবং প্লানেটা ফ্রুটা স্ন্যাকস বারে এই হামলা চালানো হয়।
ব্রাজিল পুলিশের মাধ্যম থেকে জানা যায়, এই অভিযোগে গ্রেফতার করা ১৫ জনই ব্রাজিলিয়ান। তারা বারের পাশে দাঁড়িয়ে থাকা ফুটবল সমর্থকদের উপর এই হামলা চালায়। হামলা চালানোর সময় তারা মুখোশ, ছুরি এবং এক সেট আতশবাজি সঙ্গে রেখেছিল।
হামলায় আহতদের বেশির ভাগই ইংল্যান্ডের অধিবাসী বলে জানা গেছে। তবে আহতের ঘটনাটি ব্রাজিলের পুলিশ প্রধান জোয়াও প্রাডো রোমাও অস্বীকার করেছেন। তার মতে কোনো ইংলিশ নাগরিক এই ঘটনায় আহত হয় নি। তবে তিনি বলেছেন, ‘হামলাকারিরা সম্পূর্ণ প্রস্তুতি নিয়েই এসেছিল। আর ঘটনাটি খুব দ্রুতই ঘটেছে। ’
বাংলাদেশ সময়: ১৫৪৫ ঘন্টা, ২০ জুন ২০১৪