ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

আরো আক্রমণাত্মক দল চান মেসি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৫ ঘণ্টা, জুন ২০, ২০১৪
আরো আক্রমণাত্মক দল চান মেসি লিওনেল মেসি

ঢাকা: আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি বিশ্বাস করেন আলজান্দ্রো স্যাবেলা ইরানের বিপক্ষে বেশ আক্রমণাত্মক একটি দল শুরু থেকেই মাঠে খেলাবেন। বেলো হরিজোন্তে স্যাবেলা তিনজন ফরোয়ার্ডকে সামনে খেলাবেন বলেও মনে করেন মেসি।



বসনিয়ার বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে সেভাবে মেলে ধরতে পারেনি আর্জেন্টিনা। ম্যাচের প্রথমার্ধে মেসিকেও স্বরুপে খুঁজে পায়নি ফুটবল বিশ্ব। এজন্য অনেক সমালোচনা শুনতে হয়েছে মেসিকে। সেই ম্যাচে স্যাবেলা তার শিষ্যদের খেলান ৪-৩-৩ ছকে।

প্রথমার্ধে মেসি তার সহজাত খেলা খেলতে পারেন নি বলে মনে করেন। চারবারের ব্যালন ডি’অর জেতা এই তারকা বলেন, ‘ম্যাচের প্রথমার্ধে বল পেতে আমার কষ্ট হয়েছে। আর যখন এমনটি হয়েছে, তখন আমার লক্ষ্য থেকে আমি দূরে ছিলাম। ’

মেসি আরো বলেন, ‘আমরা আর্জেন্টাইনরা কাউন্টার অ্যাটাকে খেলাটাকে সহজ মনে করি। আমিসহ আরো দু’জন যদি সামনে খেলি তবে সেটা আমাদের জন্য বেশি সহজ মনে হবে। আমি মনে করি আমাদের আরো মনোযোগ দেয়া উচিৎ এ ব্যাপারে। ’

মেসির আর্জেন্টিনা বিশ্বমঞ্চে নিজেদের দ্বিতীয় ম্যাচে ২১ জুন ইরানের বিপক্ষে মাঠে নামবে।

বাংলাদেশ সময়: ১৭৪০ ঘন্টা, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।