ঢাকা: শনিবার ইরানের বিপক্ষে নিজেদের দ্বিতীয় ম্যাচে আরও আক্রমণাত্মক খেলতে চান আর্জেন্টিনাইন অধিনায়ক লিওনেল মেসি। হিগুয়েইন, আগুয়েরোর সঙ্গেই কোচ স্যাবেলা তাকে রাখবেন বলে আশা করছেন এই বার্সা তারকা।
আগুয়েরো ও হিগুয়েনের সঙ্গে খেলতে মেসি স্বাচ্ছন্দ্যবোধ করেন মেসি। আর নাপোলি স্ট্রাইকার হিগুয়েইন শুরু থেকেই আক্রমণভাগে থাকবেন এবং ইরানের বিপক্ষে জিতে সহজে দ্বিতীয় রাউন্ডে যাবে আর্জেন্টিনা। এমনটি আশা চারবার ফিফা বর্ষসেরা খেলোয়াড় মেসি।
তিনি বলেন, আমাদের সেদিকে মনোযোগ দেওয়া উচিত যে মাঠে কারা খেলছে। আমাকে পিছে রেখে সামনে দু’জনকে খেলালে আমি খেলতে বেশি স্বাচ্ছন্দ্যবোধ করব। কারণ এটা কাউন্টার অ্যাটাকে যেতে বেশি সহজ হবে। সম্ভাবনাও তৈরি হবে বেশি।
নিজের কাঁধে বেশি চাপ নিয়ে বসনিয়া হার্জেগোভিনার বিরুদ্ধে প্রথমার্ধে খারাপ খেলা নিয়ে সমালোচনা কম হয়নি মেসির।
মেসি নিজেই বলেন, প্রথমার্ধে বলের দখল নিতে বেশ কষ্ট হয়েছে, আমি খেয়াল করলাম আমি গোলপোস্ট থেকে অনেক দূরে ছিলাম। আমাদের পরিকল্পনা অনুযায়ী না খেলতে পেরে খুবই রাগ হচ্ছিল।
প্রথম ম্যাচে বসনিয়ার বিরুদ্ধে কষ্টার্জিত জয়ের পর ইরানের বিরুদ্ধে শিরোপার অন্যতম দাবিদার আর্জেন্টিনা কেমন খেলে সেটাই এখন দেখার বিষয়।
বাংলাদেশ সময়: ১৮১১ ঘণ্টা, জুন ২০, ২০১৪