ঢাকা: গ্রুপ পর্বের প্রথম দুই ম্যাচ হেরে ‘ডি’ গ্রুপ থেকে বিদায় নেওয়ার পথে ১৯৬৬’র ফুটবল বিশ্বকাপের চ্যাম্পিয়ন ইংল্যান্ড।
দলটি এবারের বিশ্বকাপে টিকে থাকবে নাকি তৃতীয় ম্যাচের আগেই তল্পিতল্পা গোছাতে শুরু করবে, বিষয়টি পুরোপুরি নির্ভর করছে শুক্রবার রাতে ব্রাসিলিয়ায় শুরু হতে হওয়া ইতালি-কোস্টারিকা ম্যাচের মধ্য দিয়ে।
বাংলাদেশ সময় রাত ১০টায় ব্রাসিলিয়ার অ্যারেনা পারনামবুকো রেসিফে স্টেডিয়ামে ইতালি বনাম কোস্টারিকার লড়াই হচ্ছে।
এ ম্যাচে ইতালি জয়লাভ করলে পরবর্তী রাউন্ডে ওঠার আশা জিইয়ে থাকবে ইংল্যান্ডের। সে ক্ষেত্রে পরবর্তী ম্যাচে কোস্টারিকার সঙ্গে জিততে হবে তাদের।
ফলাফল নিজেদের পক্ষে থাকলে ইতালির পরবর্তী রাউন্ডে ওঠাটাও অনেকটা নিশ্চিত হয়ে যাবে। আর উল্টো ফলাফলে বিশ্বকাপ থেকে ইংলিশদের বিদায় অনেকটাই নিশ্চিত হয়ে যাবে।
এছাড়া, এ ম্যাচে ইতালি জয়লাভ করলে পয়েন্ট ও গোল ব্যবধানের সমীকরণেও বসতে হবে উরুগুয়ে, ইংল্যান্ড ও কোস্টারিকাকে। পাশাপাশি তাকিয়ে থাকতে হবে ২৪ জুন উরুগুয়ে বনাম ইতালি এবং ইংল্যান্ড বনাম কোস্টারিকা ম্যাচের দিকে।
বাংলাদেশ সময়: ২১৩২ ঘণ্টা, জুন ২০, ২০১৪