ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

নকআউটে ১৮, এখন পর্যন্ত গোল ১৫৪

ওয়ার্ল্ড কাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৪৫ ঘণ্টা, জুলাই ২, ২০১৪
নকআউটে ১৮, এখন পর্যন্ত গোল ১৫৪

ঢাকা: গোল উৎসবে মেতেছে এবারের ব্রাজিল বিশ্বকাপ। প্রথম পর্বের ৪৮ ম্যাচে ২.৮৩ গড়ে গোল হয় ১৩৬।

গোলের এ ধারাবাহিকতা বজায় থাকলে ১৯৯৮’র ফ্রান্স বিশ্বকাপের ১৭১ গোলের রেকর্ড ভেঙে নতুন রেকর্ড গড়বে এবারের বিশ্বকাপ।

গ্রুপ ও নকআউট পর্বসহ বিশ্বকাপের এবারের আসরের ৫৬ ম্যাচে মোট ১৫৪টি গোল হয়েছে। গ্রুপ পর্বে ১৩৬টি গোল হলেও নকআউট পর্বের আট ম্যাচে গোল হয় মাত্র ১৮টি। গড়ে ২.২৫ গোল।

নকআউট পর্বে নেদারল্যান্ডস-মেক্সিকো, জার্মানি-আলজেরিয়া ও বেলজিয়াম-যুক্তরাষ্ট্র ম্যাচে সর্বাধিক তিনটি করে গোল হয়। এছাড়া দু’টি ম্যাচের মীমাংসা হয় পেনাল্টি শটে। অবশিষ্ট তিনটির ভাগ্য নির্ধারণ হয় অতিরিক্ত সময়ে।

তবে এবারের বিশ্বকাপে সর্বাধিক গোলের ম্যাচটি অনুষ্ঠিত হয় ফ্রান্স-সুইজারল্যান্ড’র মধ্যে। ২০ জুনের ওই ম্যাচে গোল হয় ৭টি।

এছাড়া ১৩ জুন স্পেন-নেদারল্যান্ড ম্যাচে গোল হয় ৬টি। ২২ জুন দক্ষিণ কোরিয়া-আলজেরিয়া ম্যাচেও হয় ৬ গোল।

২৩ জুন ব্রাজিল-ক্যামেরুন ম্যাচে, ২৪ জুন জাপান-কলম্বিয়া ম্যাচে, ২৫ জুন আর্জেন্টিনা-নাইজেরিয়া ম্যাচে এবং ১৮ জুন অস্ট্রেলিয়া-নেদারল্যান্ড ম্যাচে গোল হয় ৫টি।

বাংলাদেশ সময়: ০৪৪৬ ঘণ্টা, জুলাই ০২, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।