ঢাকা: এবারের বিশ্বকাপকে বলা হচ্ছে ‘গোলের বিশ্বকাপ’। আবার এটাও বলা হচ্ছে ‘গোলরক্ষকদের বিশ্বকাপ’।
চলতি বিশ্বকাপে ‘ডেথ গ্রুপ’ খ্যাত ইংল্যান্ড, উরুগুয়ে, ইতালির সঙ্গে লড়েছে কোস্টারিকা। নিজেদের প্রমান করেই তারা উঠেছিল নক আউট পর্বে। প্রতিপক্ষ গ্রিসের বিপক্ষে পেনাল্টি শুট আউটের বিনিময়ে জয় নিশ্চিত করে কোয়ার্টার ফাইনালে উঠেছে তারা।
গ্রিসের বিপক্ষে টাইব্রেকে অসাধারণ দক্ষতা দেখান কোস্টারিকান গোলরক্ষক কেইলর নাভাস। টাইব্রেকে ৫-৩ ব্যাবধান নিয়ে জয় পায় তারা। নাভাসের এ দক্ষতার পিছনে হয়তো লুকিয়ে ছিল টেনিস বল দিয়ে গোল আটকানোর গোপনীয়তা।
প্রতিপক্ষকে গোল বঞ্চিত করতে তিনি টেনিস বল দিয়ে অনুশীলন করেন। আর তার অনুশীলনে সাহায্য করেন স্প্যানিস ৩৩ নম্বর টেনিস খেলোয়াড় পাবলো আনদুজার। দেখুন তাদের অনুশীলনের সেই ভিডিওটি।
বাংলাদেশ সময়: ১৭৪৯ ঘণ্টা, ৩ জুলাই ২০১৪