ঢাকা, শুক্রবার, ১৭ কার্তিক ১৪৩১, ০১ নভেম্বর ২০২৪, ২৮ রবিউস সানি ১৪৪৬

ফুটবল

মনোবিদের ক্লাসের উপকার পেয়েছেন নেইমাররা

ওয়ার্ল্ড কাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৪ ঘণ্টা, জুলাই ৩, ২০১৪
মনোবিদের ক্লাসের উপকার পেয়েছেন নেইমাররা নেইমার

ঢাকা: পাঁচবার বিশ্ব চ্যাম্পিয়ন হওয়া দল ব্রাজিল। দেশের মাটিতে ফুটবল বিশ্বকাপের ২০তম আসর বলে কথা, বিশ্বকাপ হাত ছাড়া করতে নারাজ লুইস ফেলিপ স্কলারির শিষ্যরা।

তাই বৃহস্পতিবার ব্রাজিল দলকে মনোবিদের ক্লাস করানো হয়। মানসিকভাবে এগিয়ে থাকার জন্যে এই পদক্ষেপ নেয়া হয়েছে।

স্কলারি খেলোয়াড়দের জন্যে মনোবিদ রেগিনা ব্রান্ডাওকে দিয়ে ক্লাস করিয়েছেন। চিলির বিপক্ষে শ্বাসরুদ্ধকর ম্যাচে পেনাল্টি শুট আউটে জয়ের পর এই সিদ্ধান্ত নেন স্কলারি।

প্রতিটি খেলোয়াড় আলাদাভাবে মনোবিদের সঙ্গে ক্লাস করেন। ক্লাসে অধিনায়ক থিয়াগো সিলভা, গোলকিপার জুলিও সিজার এবং নেইমার ছিলেন। ক্লাস শেষে নেইমার বলেন,‘এর আগে আমি কিছুই করিনি এবং আমি এটা সম্পূর্ণ উপভোগ করেছি। ফুটবল শুধু আমাদের জন্য না, এর প্রভাব প্রতিনিয়ত সবার উপর পড়ে। তাই মনোবিদের ক্লাস প্রয়োজন পড়ে। আমি মনে করি এটা প্রতিটি মানুষের জন্য ভালো, যা মানসিকভাবে প্রশান্তি দেয়। ’

বিশ্বকাপের এই আসরে চার গোল দিয়ে ইতোমধ্যে ভক্তদের আশা-প্রত্যাশা বাড়িয়ে দিয়েছেন নেইমার। তিনি আরো বলেন,‘রেগিনা ব্রান্ডাওয়ের সঙ্গে আমাদের খুব ভালো সম্পর্ক। তিনি খুব ভাল ব্যক্তি। আমি তার কাছ থেকে অনেক কিছু শিখেছি এবং আশা করি নিয়মিত এটা কাজে লাগাতে পারব। আমাদের ব্রাজিল দল কোন এক ব্যক্তির জন্য নয়, সবার জন্য নিবেদিত। ’

বাংলাদেশ সময়: ১৮০৫ ঘণ্টা, ৩ জুলাই ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।