ঢাকা, শুক্রবার, ১৭ কার্তিক ১৪৩১, ০১ নভেম্বর ২০২৪, ২৮ রবিউস সানি ১৪৪৬

ফুটবল

ট্রফিতে এক হাত দিয়েই রেখেছে ব্রাজিল

ওয়ার্ল্ড কাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৬ ঘণ্টা, জুলাই ৪, ২০১৪
ট্রফিতে এক হাত দিয়েই রেখেছে ব্রাজিল

ঢাকা: ষষ্ঠ বিশ্বকাপ জেতার আশা পুনর্ব্যক্ত করলেন ব্রাজিলের কোচ লুইস ফেলিপ স্কলারি।

কোয়ার্টার ফাইনালে কলম্বিয়ার বিপক্ষে লড়াইয়ে নামার আগে বিবিসি স্পোর্টসকে এ অভিব্যক্তি জানান তিনি।

সংবাদ সম্মেলনে স্কলারি বলেন, টুর্নামেন্টে এখন পর্যন্ত ব্রাজিল যা খেলেছে তাতে ব্রাজিল বিশ্বকাপ ট্রফিতে এক হাত দিয়েই রেখেছে।

ব্রাজিল কি তাদের এ ধারা অব্যাহত রাখতে পারবে? এ প্রশ্নের জবাবে স্কলারি বলেন, হ্যাঁ, আমরা এবার পঞ্চম ধাপে যাচ্ছি। আছে মাত্র সাতটি ধাপ।

বিশ্বকাপের আগে দেওয়া তার এক বক্তব্য স্মরণ করিয়ে তিনি বলেন, আমার সেই বক্তব্য ভুলে যাবেন না। পুরো দলটি অসাধারণ- সেকথাগুলো ভুললে চলবে না।

২০০২ সালে ব্রাজিলকে বিশ্বকাপ জেতানো ৬৫ বছর স্কলারি আরও বলেন,  আমাদের জনগণ, আমাদের সমর্থক অন্য কিছু আশা করে না। আমরা যা চাই, তারাও তা চায়। তারা দেখছে আমরা কীভাবে জিততে চাই এবং কীভাবে আমরা সে পথে এগিয়ে যাচ্ছি। আমরা এটা ধরে রাখতে চাই।

বাংলাদেশ সময়: ১৭২৪ ঘণ্টা, জুলাই ০৪, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।