ঢাকা, শুক্রবার, ৮ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৩ মে ২০২৫, ২৫ জিলকদ ১৪৪৬

ফুটবল

মাতারাজ্জির বুকে জিদানের গুতো (ভিডিওসহ)

ওয়ার্ল্ড কাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫:০৪, জুলাই ১০, ২০১৪
মাতারাজ্জির বুকে জিদানের গুতো (ভিডিওসহ)

ঢাকা: আমাদের সবারই মনে আছে ২০০৬ সালের বার্লিন বিশ্বকাপের ফাইনালে ফ্রান্স এবং ইতালির ফাইনালের কথা। ওই বিশ্বকাপে ফ্রান্সকে হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন হয় ইতালি।



তবে জার্মান বিশ্বকাপ যতটা না খেলার জন্য আলোচিত, তারচেয়ে বেশি আলোচিত হয়েছে ফাইনালে জিনেদিন জিদানের গুঁতোর জন্য।

পুরনো বিষয়টি নতুন করে মনে করিয়ে দেওয়ার কারণ হলো, ২০০৬ সালের এ দিনে বিশ্বকাপের ইতিহাসের আলোচিত এ ঘটনা ঘটে।

ওই ম্যাচ চলাকালীন সময়ে আচমকা ইতালির ডিফেন্ডার মার্কো মাতারাজ্জিকে মাথা দিয়ে গুতো মেরে মাঠে ফেলে দেন ফরাসি অধিনায়ক। ওই ম্যাচ পরিচালনাকারী রেফারি হোরাসিও এলিজোন্ডোকে চতুর্থ রেফারি এ বিষয়ে সতর্ক করলে জিদানকে লাল কার্ড দেখিয়ে মাঠ থেকে বহিষ্কার করা হয়।

জিদান অবশ্য দাবি করেন, মাথা দিয়ে গুতো মারার আগে তার বোন সম্পর্কে আপত্তিকর কথা বলেছিলেন মাতেরাজ্জি।


জিদানের আলোচিত সেই ‘গুতো’র ভিডিও

২০০৬ সালের বিশ্বকাপের পর অবসরে যান জিদান ও মাতারাজ্জি। এরপর আর মাঠে দেখা হয়নি তাদের।

বাংলাদেশ সময়: ০৪২৫ ঘণ্টা, জুলাই ১০, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।