ঢাকা, শুক্রবার, ৯ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৩ মে ২০২৫, ২৫ জিলকদ ১৪৪৬

ফুটবল

একজন ব্রাজিলিয়ান হিসেবে আমি লজ্জিত নই

ওয়ার্ল্ড কাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:২৯, জুলাই ১২, ২০১৪
একজন ব্রাজিলিয়ান হিসেবে আমি লজ্জিত নই সংগৃহীত

ঢাকা: বিশ্বকাপ সেমিফাইনালে জার্মানির কাছে বিধ্বস্তভাবে হেরেও লজ্জিত নন বলে জানালেন ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার।

নিজে ইনজুরি আক্রান্ত হয়ে ওই ম্যাচে খেলতে না পারলে দলের সদস্য হিসেবে তার অনুভূতি এভাবেই জানালেন এই ব্রাজিলিয়ান তরুণ তুর্কি।



নেইমার বলেন, কি ঘটবে সেটা অপ্রত্যাশিত। ৬-০ বা ৭-০ গোলে হারতে পারে। একটি গোল নাও দিতে পারে। কিন্তু তারা চেষ্টা অব্যাহত রেখেছিল।

তিনি আরও বলেন, একজন ব্রাজিলিয়ান হিসেবে আমি লজ্জিত নই। এমনকি দলের একজন সদস্য হিসেবেও আমি লজ্জিত নই। আমি দলের সহকর্মীদের নিয়ে গর্বিত।

বাংলাদেশ সময়: ১৩২৩ ঘণ্টা, জুলাই ১২, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।