ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

চিলির মাঠে আর্জেন্টিনার কোপা ফাইনালের প্রতিশোধ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫৩ ঘণ্টা, মার্চ ২৫, ২০১৬
চিলির মাঠে আর্জেন্টিনার কোপা ফাইনালের প্রতিশোধ

ঢাকা: পিছিয়ে থেকেও পূর্ণ পয়েন্ট নিয়ে মাঠ ছেড়েছে আর্জেন্টিনা। সান্তিয়াগোতে ২-১ গোলের জয়ে চিলির বিপক্ষে আলবিসেলেস্তেদের কোপা আমেরিকার প্রতিশোধ নেওয়াটাও হয়ে গেল! ২০১৮ রাশিয়া বিশ্বকাপের টিকিট নিশ্চিতে আর্জেন্টিনাকে বাছাইপর্বের দ্বিতীয় গুরুত্বপূর্ণ জয় এনে দেন অ্যাঙ্গেল ডি মারিয়া ও গ্যাব্রিয়েল মার্সাডো।



এ ম্যাচ দিয়েই দলে ফেরেন লিওনেল মেসি ও সার্জিও আগুয়েরো। ইনজুরির কারণে বাছাইপর্বের প্রথম চার ম্যাচেই মাঠের বাইরে ছিলেন আর্জেন্টাইন অধিনায়ক। আগের দুই ম্যাচে আগুয়েরোও ছিলেন স্কোয়াডের বাইরে। দলের অন্যতম দুই তারকার ফেরার ম্যাচে সমর্থকদের হতাশ করেনি দু’বারের বিশ্ব চ্যাম্পিয়নরা।

নিজেদের মাঠে খেলা শুরুর ১১ মিনিটের মাথায় মিডফিল্ডার ফেলিপে গুতিয়েজের গোলে লিড নেয় চিলি। সমতায় ফিরতে খুব একটা সময় নেয়নি ভিজিটররা। ৯ মিনিট পরই এভার বানেগার পাসে আর্জেন্টিনাকে ম্যাচে ফেরান পিএসজি তারকা অ্যাঙ্গেল ডি মারিয়া।

পাঁচ মিনিট না যেতেই স্বাগতিকদের দুঃস্বপ্ন উপহার দেন গ্যাব্রিয়েল মার্সাডো। যার নেপথ্য কারিগর ছিলেন পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী মেসি। তাঁর ক্রস থেকে বল জালে জড়াত কোনো ভুল করেননি রিভার প্লেট ডিফেন্ডার। ২-১ গোলের লিড নিয়ে বিরতিতে যায় জেরার্ডো মার্টিনোর শিষ্যরা।

প্রথমার্ধের স্কোরলাইন-ই ম্যাচের ফলাফল নির্ধারক হয়ে থাকে। দ্বিতীয়ার্ধে দু’দলের কেউই আর গোলের দেখা পাননি। তাই ম্যাচ শেষে স্বাগতিকদের হতাশার বিপরীতে জয়ের উচ্ছ্বাস নিয়ে মাঠ ছাড়েন মেসি-হিগুয়েইন-লাভেজ্জিরা।

এদিকে, অন্যান্য ম্যাচের মধ্যে বলিভিয়াকে ৩-২ গোলে কলম্বিয়া ও প্যারাগুয়ের সঙ্গে ২-২ গোলে ড্র করেছে ইকুয়েডর।

দক্ষিণ আমেরিকা অঞ্চলের পয়েন্ট টেবিলে ছয় থেকে চারে উঠে এসেছে আর্জেন্টিনা। পাঁচ ম্যাচ শেষে দুই জয়, দুই ড্র ও এক হারে তাদের সংগ্রহ ৮। সমান ম্যাচে ৭ পয়েন্টে পাঁচ থেকে ছয়ে নেমে গেছে চিলি। পয়েন্ট খোঁয়ালেও ১৩ পয়েন্ট নিয়ে শীর্ষেই ইকুয়েডর।

আগামী বুধবার (৩০ মার্চ) ঘরের মাঠে বলিভিয়ার বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা। খেলা শুরু হবে বাংলাদেশ সময় ভোর সাড়ে ৫টায়।

বাংলাদেশ সময়: ১০০৬ ঘণ্টা, মার্চ ২৫, ২০১৬
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।