ঢাকা: ইন্ডিয়ান লিগে ম্যাচ চলাকালীন সময় মাঠে ম্যাচ কর্মকর্তাদের সঙ্গে আপত্তিকর ভাষা ব্যবহারের শাস্তি হিসেবে দুই ম্যাচের জন্য কোচের দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়েছে কলকাতার স্বনামধন্য ফুটবল ক্লাব মোহনবাগানের সহকারী কোচ শংকরলাল চক্রবর্তীকে। একই সঙ্গে ৫০ হাজার ভারতীয় রুপিও জরিমানা হিসেবে গুনতে হবে এই সহকারী কোচকে।
শনিবার (৯ এপ্রিল) অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের ডিসিপ্লিনারি কমিটি এক সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়।
সভায় জানানো হয়, গেল ২ এপ্রিল শিলিগুড়িতে ইস্ট বেঙ্গলের বিপক্ষে ম্যাচ চলাকালীন সময়ে ইস্ট বেঙ্গলের পাওয়া পেনাল্টিকে কেন্দ্র করে তিনি ম্যাচ অফিসিয়ালদের সঙ্গে দুর্ব্যবহার করেন এবং আপত্তিকর ভাষায় কথায় বলেন। এর শাস্তি হিসেবে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের ডিসিপ্লিনারি কমিটি তার বিরুদ্ধে এমন শাস্তিমুলক ব্যবস্থা গ্রহন করেছে।
আর এই শাম্তির ফলে আজ পুনে ক্লাব ডিএসকে শিবাজিয়ানসদের বিপক্ষে সাইডে বেঞ্চে বসে থাকে ম্যাচ উপভোগ করতে হবে তাকে।
উল্লেখ্য গেল ২ এপ্রিল ইন্ডিয়ান লিগের ওই ম্যাচে ইস্ট বেঙ্গলের কাছে ২-১ গোলে হেরে যায় মোহনবাগান।
বাংলাদেশ সময়: ১৭৩২ ঘণ্টা, ৯ এপ্রিল ২০১৬
এইচএল /এমএমএস