ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

জয়ে ফেরার লড়াইয়ে বার্সা-রিয়াল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৬ ঘণ্টা, এপ্রিল ৯, ২০১৬
জয়ে ফেরার লড়াইয়ে বার্সা-রিয়াল ছবি: সংগৃহীত

ঢাকা: চ্যাম্পিয়নস লিগে কোয়ার্টার ফাইনালের প্রথম লেগ শেষে ঘরোয়া লা লিগায় আবারও ভিন্ন ম্যাচে মাঠে নামছে স্প্যানিশ দুই জায়ান্ট দল বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ। দু’দলের সামনেই ম্যাচগুলো জয়ে ফেরার লড়াই।

কারণ বার্সা সর্বশেষ রিয়ালের বিপক্ষে ঘরের মাঠে লিগে হেরেছে। অন্যদিকে রিয়াল চ্যাম্পিয়নস লিগে দুর্বল উলফসবার্গের বিপক্ষে হেরে যায়।

 

শনিবার (০৯ এপিল) এইবারকে ঘরের মাঠে আতিথিয়েতা জানাবে রিয়াল। বাংলাদেশ সময় রাত ৮টায় সান্থিয়াগো বার্নাব্যুতে মুখোমুখি হবে দু’দল। অপরদিকে রাত সাড়ে ১২টায় রিয়াল সোসিয়েদাদের মুখোমখি হবে বার্সা। স্তাদিও মিউনিসিপাল দি অ্যানোয়েতাতে আমন্ত্রিত কাতালানরা।

রিয়াল সর্বশেষ ক্যাম্প ন্যু’তে বার্সার বিপক্ষে ২-১ গোলে জয় পেয়েছিলো। তবে পরের ম্যাচে উলফবার্গ হারিয়ে দেয় জিনেদিন জিদানের শিষ্যদের। তাই এইবারের বিপক্ষে হিসেব করেই নামতে হচ্ছে ক্রিস্টিয়ানো রোনালদোদের। লিগ টেবিলে গ্যালাকটিকোদের বর্তমান অবস্থান ৩১ ম্যাচে ৬৯ পয়েন্ট নিয়ে তৃতীয়। এইবার সমান ম্যাচে ৩৮ পয়েন্ট নিয়ে নয়ে রয়েছে।

রিয়াল নিজেদের সর্বশেষ পাঁচ ম্যাচে চারটি জয়ের বিপরীতে হেরেছে একটি ম্যাচে। অন্যদিকে এইবার নিজেদের পাঁচ ম্যাচে একটিতেও জয় পায়নি। তিন হারের বিপরীতে ড্র করেছে দুটিতে। দু’দলের তিনবারের দেখায় অবশ্য তিনবারই বড় ব্যবধানে জয় পেয়েছে রিয়াল।

এদিকে গত ম্যাচেই মৌসুমের বড় ধাক্কাটা পায় বার্সা। রেকর্ড টানা ৩৯ ম্যাচ অপরাজিত থাকার পর এল ক্ল্যাসিকোতে রিয়ালের কাছে হারে। তবে চ্যাম্পিয়নস লিগে অ্যাতলেটিকোর মাদ্রিদের বিপক্ষে জয় পায়। কিন্তু এ ম্যাচে সোসিয়েদাদও ভয়ঙ্কর হতে পারে। কারণে তাদের মাটিতে বার্সা শেষ চারবারের একটিতে জয় পায়নি।

বার্সা নিজেদের সর্বশেষ পাঁচ ম্যাচের তিনটিতে জয় পেয়েছে। আর একটিতে হার ও সমান ম্যাচে ড্র। সোসিয়েদাদ অবশ্য পাঁচ ম্যাচের তিনটিতে হেরেছে। একটি জয় পেয়েছে ও সমান ম্যাচে ড্র।

দু’দলের সর্বশেষ পাঁচবারের মুখোমুখি সাক্ষাতে দু’বার করে জয় ভাগাভাগি করে নিয়েছে দু’দল। বাকি একটি ম্যাচ ড্র হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮৩০ ঘণ্টা, ০৯ এপ্রিল, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।