ঢাকা, বৃহস্পতিবার, ১০ আশ্বিন ১৪৩২, ২৫ সেপ্টেম্বর ২০২৫, ০২ রবিউস সানি ১৪৪৭

ফুটবল

এফএ কাপের সেমিতে ম্যানইউ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫:০৪, এপ্রিল ১৪, ২০১৬
এফএ কাপের সেমিতে ম্যানইউ ছবি: সংগৃহীত

ঢাকা: ওয়েস্ট হামকে ২-১ গোলে হারিয়ে এফএ কাপের সেমিফাইনালে পা রাখলো ম্যানচেস্টার ইউনাইটেড। ইংলিশ জায়ান্টদের হয়ে গোল দু’টি করেন তরুণ ইংলিশ স্ট্রাইকার মার্কাস রাশফোর্ড ও বেলজিয়ান মিডফিল্ডার মারুয়ান ফেলাইনি।

 

ওয়েস্ট হামের কপালটা খারাপই বলতে হবে! গত ১৩ মার্চ ওল্ড ট্রাফোর্ডে অনুষ্ঠিত কোয়ার্টার ফাইনালে এগিয়ে থেকেও ম্যানইউর সঙ্গে ১-১ গোলে ড্র করে তারা। তাই নিয়ম অনুযায়ী দু’দলের মধ্যকার সেমি নির্ধারণী ম্যাচটি আবারো মাঠে গড়ায়। তবে ঘরের মাঠেও ভাগ্য সহায় হয়নি। শেষ হাসি হাসল রেড ডেভিলসরাই।

 

লন্ডনের বোলিন গ্রাউন্ডে প্রথমার্ধ থাকে গোলশূন্য। বিরতির পর ৯ মিনিট না যেতেই ম্যানইউকে লিড এনে দেন আঠার বছরের উদীয়মান তারকা রাশফোর্ড। ৬৭ মিনিটে ভিজিটরদের হয়ে ব্যবধান দ্বিগুন করেন ফেলাইনি।

নির্ধারিত সময়ের ১১ মিনিট আগে স্বাগতিকদের ম্যাচে ফেরান ইংলিশ ডিফেন্ডার জেমস টমকিন্স। কিন্তু, ওয়েস্ট হামের শেষ রক্ষা হয়নি। রেফারি শেষ বাঁশি বাজানোর পর সেমি নিশ্চিতের উচ্ছ্বাস নিয়ে মাঠ ছাড়েন রুনি-মার্শাল-ফেলাইনিরা।

এ ম্যাচের মধ্য দিয়ে ইনজুরি কাটিয়ে দু’মাস পর খেলায় ফেরেন ওয়েইন রুনি। অবশ্য, ম্যাচের শেষ মিনিটে ইংলিশ অধিনায়ককে বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নামান কোচ লু্ইস ফন গাল।

আগামী শনিবার (২৩ এপ্রিল) ফাইনাল নির্ধারণী ম্যাচে এভারটনের বিপক্ষে মাঠে নামবে ম্যানইউ। বাংলাদেশ সময় রাত সোয়া ১০টায় ম্যাচটি শুরু হওয়ার কথা রয়েছে। পরদিন রাত ৯টায় দ্বিতীয় সেমিতে ক্রিস্টাল প্যালেসের মুখোমুখি হবে ওয়াটফোর্ড।

বাংলাদেশ সময়: ০৪৫৫ ঘণ্টা, এপ্রিল ১৪, ২০১৬
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।