ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

অপহরণ হলেন মেক্সিকান স্ট্রাইকার পোউলিদো

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৮ ঘণ্টা, মে ৩০, ২০১৬
অপহরণ হলেন মেক্সিকান স্ট্রাইকার পোউলিদো অ্যালান পোউলিদো-ছবি:সংগৃহীত

ঢাকা: মেক্সিকান জাতীয় দলের স্ট্রাইকার অ্যালান পোউলিদো অপহরণ হয়েছেন। আন্তর্জাতিক বিভিন্ন সংবাদ মাধ্যমে এমন খবর নিশ্চিত করা হয়েছে।

মেক্সিকোর স্থানীয় সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, পুলিশ ইতোমধ্যে দেশটির তামাউলিপাসে পোউলিদোকে উদ্ধার করতে অভিযান শুরু করেছে।

 

২৫ বছর বয়সী পোউলিদো এক পার্টি শেষে ফিরছিলেন। আর সে সময়ই সিউদাদ ভিক্টোরিয়ার কাছ থেকে তাকে অপহরণ করা হয়।

তরুণ এ স্ট্রাইকার গ্রীক লিগের ক্লাব অলিম্পিয়াকোসে হয়ে খেলেন। এবার দলটি চ্যাম্পিয়নের মুকুটও পড়ে। এছাড়া পোউলিদো মেক্সিকো জাতীয় দলের হয়ে বেশ কয়েকটি ম্যাচও খেলেছেন।

মেক্সিকো বিশ্বের অপহরণ হওয়া দেশগুলোর মধ্যে ওপরের দিকে রয়েছে। দেশটির সরকারি হিসেব অনুযায়ী প্রতি বছর অন্তত ১ হাজার লোক অপহরণ হয়।

বাংলাদেশ সময়: ১২১৫ ঘণ্টা, ৩০ মে, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।