ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

রেফারির করা টসও জিততে চাই: দুঙ্গা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৫ ঘণ্টা, জুন ৪, ২০১৬
রেফারির করা টসও জিততে চাই: দুঙ্গা

ঢাকা: দলের সেরা তারকাদের ইনজুরিতে ছিটকে পড়ার পরও দল নিয়ে কোপা আমেরিকার আসরে সাফল্য পেতে মরিয়া ব্রাজিলের কোচ কার্লোস দুঙ্গা। কোপার মিশন জয় দিয়েই শুরু করতে চান ব্রাজিল কোচ।

 

কোপা আমেরিকার শতবর্ষী আসরে দুঙ্গার অনভিজ্ঞ দলের প্রথম প্রতিপক্ষ বিশ্বকাপের বাছাইপর্বে চমক দেখানো ইকুয়েডর। অনভিজ্ঞ বলার কারণ দলের সেরা ছয় তারকাই এবারের আসরের আগে ইনজুরির কারণে ছিটকে পড়েছেন।

যুক্তরাষ্ট্রের প্যাস্যাডিনায় ‘বি’ গ্রুপের ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রোববার (০৫ জুন) সকাল ৮টায়।

দলের নিয়মিত অধিনায়ক নেইমার বার্সেলোনার অনুমতি না পাওয়ায় এবারের আসরে খেলতে পারছেন না। চোটের কারণে নেই দগলাস কস্তা, কাকা, রিকার্ডো অলিভেইরা, রাফিনহা, লুইস গুস্তাভো আর এন্ডারসনের মতো গুরুত্বপূর্ণ খেলোয়াড়।

শক্তি কমে যাওয়া ব্রাজিলকে নিয়ে এরপরও আশাবাদী দুঙ্গা। ইকুয়েডর ম্যাচের আগে তিনি জানান, এবারের আসরে আমি সব ম্যাচই জিততে চাই। এমনকি ম্যাচের আগে রেফারি যে টসটা করবেন, পারলে সেটিতেই জিততে চাই। দলে যারা নেই, তাদের নিয়ে আপাতত চিন্তা করছি না। দলে যারা সুযোগ পেয়েছে তাদের নিয়েই আমি আসরের সব ম্যাচ জিততে চাই।

ব্রাজিল কোচ আরও জানান, আমার নতুন শিষ্যরা জাতীয় দলে খেলার সুযোগ পাচ্ছে। এটা তাদেরও জন্যও সেরাটা দেখিয়ে দেওয়ার মঞ্চ হতে যাচ্ছে। আমি বিশ্বাস করি আমার প্রতিটি ছাত্রই অনেক বেশি দক্ষ। সকলের উপর আমার বিশ্বাস আছে। নেইমার খেলছে না, কস্তাকেও পাচ্ছি না। তবে, আমার আছে কৌতিনহোর মতো সেরা অস্ত্র। তাই ব্রাজিলকে ছোটো করে দেখার কিছু নেই। প্রতিপক্ষের এমন ভাবনাটা তাদেরকে মোটেই এগিয়ে থাকার সুযোগ দেবে না।

‘বি’ গ্রুপে আটবারের চ্যাম্পিয়ন ব্রাজিলের বাকি দুই প্রতিপক্ষ পেরু ও হাইতি।

বাংলাদেশ সময়: ১৯৩৪ ঘণ্টা, ০৪ জুন ২০১৬
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।