ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

ভেনেজুয়েলার বিপক্ষেও নেই সুয়ারেজ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১২ ঘণ্টা, জুন ৯, ২০১৬
ভেনেজুয়েলার বিপক্ষেও নেই সুয়ারেজ ছবি: সংগৃহীত

ঢাকা: কোয়ার্টার ফাইনালের দৌড়ে টিকে থাকতে জয়ের বিকল্প নেই! কিন্তু ভেনেজুয়েলার বিপক্ষে বাঁচা-মরার ম্যাচটিতেও দলের সেরা অস্ত্রকে পাচ্ছে না উরুগুয়ে। এর আগে শতবর্ষী কোপা আমেরিকায় নিজেদের প্রথম ম্যাচেই মেক্সিকোর কাছে ৩-১ গোলে হারের লজ্জায় ডোবে রেকর্ড ১৫ বারের চ্যাম্পিয়নরা।

শুক্রবার (১০ জুন) পেনসিলভানিয়ার ফিলাডেলফিয়ায় লিনকন ফিন্যান্সিয়াল স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হবে। খেলা শুরু হবে বাংলাদেশ সময় ভোর ৫টায়। ‘সি’ গ্রুপের অপর ম্যাচে সকাল ৮টায় মেক্সিকোর মুখোমুখি হবে জ্যামাইকা। পয়েন্ট টেবিলে এক ম্যাচ শেষে পূর্ণ পয়েন্টে শীর্ষে মেক্সিকো। গোল ব্যবধানে পিছিয়ে থাকায় দুইয়ে ভেনেজুয়েলা। তলানিতে উরুগুয়ে!

মেক্সিকোর পর ভেনেজুয়েলার বিপক্ষে মহা গুরুত্বপূর্ণ ম্যাচেও দর্শক ভূমিকায় থাকতে হচ্ছে সুয়ারেজকে। এখনো ম্যাচ খেলার মতো ফিটনেস ঘাটতিতে ভুগছেন ২৯ বছর বয়সী এ ফরোয়ার্ড। গত ২৩ মে বার্সেলোনার হয়ে সেভিয়ার বিপক্ষে কোপা দেল রের ফাইনালে ইনজুরি আক্রান্ত হয়েছিলেন উরুগুইয়ান তারকা। এর পর থেকেই তিনি খেলার বাইরে।

শুরুর দিকে তো কোপা আমেরিকার পুরো টুর্নামেন্ট থেকেই ছিটকে পড়ার শঙ্কা জেগেছিল। কিন্তু, পরে জাতীয় দলের সঙ্গে অনুশীলনে ফিরে ভক্ত-সমর্থকদের স্বস্তি এনে দেন বার্সা ফরোয়ার্ড। তবে কবে নাগাদ সুয়ারেজ মাঠে নামবেন তা নিয়ে সংশয় থেকেই যাচ্ছে।

সে যাই হোক, মেক্সিকো ম্যাচের পর ভেনেজুয়েলার বিপক্ষেও সে সুয়ারেজকে দলের বাইরে থাকতে হচ্ছে সেটিই নিশ্চিত করেছেন কোচ অস্কার তাবারেজ, ‘সুয়ারেজ পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে রয়েছে। ইনজুরি আক্রান্তের পর ১৭ দিন হয়ে গেছে। এখনো তার পুনর্বাসনের দিকটি সম্পন্ন হয়নি। যতক্ষণ পর্যন্ত সে সম্পূর্ণ ফিট না হবে তাকে মাঠে নামানোর ঝুঁকি নেওয়া হবে না। ’

‘কোপার এ আসরটি খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু বিশ্বকাপ বাছাইপর্বকে আমরা অধিক গুরুত্বের সাথে দেখছি। যেটা সবার আগে প্রাধান্য পাবে। আর দলে সুয়ারেজের অবদান তো বরাবরের মতোই খুবই গুরুত্ব বহন করে। ’

বাংলাদেশ সময়: ১২১০ ঘণ্টা, জুন ০৯, ২০১৬
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।